বৈষ্ণব-চরিতাখ্যান—ভক্তি-রত্নাকর—১৬১৪-১৬২৫ খৃঃ। لاما خلا শুনি শীঘ্ৰ কেহ মহাশয়ে জানাইল । বনবিষ্ণুপুর হৈতে মনুষ আইল । আচাৰ্য্য প্রভুর পত্রী আছে তার ঠাঞি। এ কথা শ্রবণে কি আনন্দ অন্ত নাই ॥ দুতে আনি নিকটে মঙ্গল জিজ্ঞাসয়। দুত কহে পরম মঙ্গল মহাশয় ॥ শুনি শু্যামানন্দ ভাসে আনন্দীশ্রীজলে । দুই বাহু পসারি দূতেরে করে কোলে। দূত মহা বাস্ত মহাশয়ে পত্রী দিয়া। পড়য়ে দোহার পায় ভূমে লোটাইয়া ॥ পত্রী-পাঠে জ্ঞাত হৈয়া সব সমাচার । ধরিতে নারয়ে হিয়া আনন্দ অপার ॥ পিতৃব্যের পুত্র দত্ত সন্তোষ রাজায়। (১) জানাইল অল্পে ঐছে মধুর কথায় ॥ গ্রন্থ-প্রাপ্তি হৈল শীঘ্ৰ বনবিষ্ণুপুরে। শ্ৰীআচাৰ্য্য কৈল কৃপা শ্ৰীবীরহাম্বীরে ॥ গ্রন্থ-প্রাপ্তি রাজা বীরহাম্বীরের ত্ৰাণ । শুনি সন্তোষের জুড়াইল মন প্রাণ ॥ সন্তোষ দত্তের আনন্দ । পরম আনন্দে শ্ৰীসন্তোষ বিজ্ঞবর। রাজ-দুতে করিলেন সম্মান বিস্তর। আদ্যোপান্ত সকল শুনিল তার স্থানে । বহু অর্থ-ব্যয় কৈল মঙ্গল-বিধানে ॥ সন্তোষের রীত দেখি সকলে বিস্মিত । ঐঠাকুর মহাশয় হইল উল্লসিত ॥ শ্ৰীষ্ঠামানন্দেরে বসাইয়া নিজ-পাশে। লিখিলেন পত্রী শ্ৰীআচাৰ্য্য শ্ৰীনিবাসে। আপনার মনোবৃত্তি তাহে প্রকাশিলা । শু্যামানন্দ উৎকলে যাবেন জানাইলা ॥ (১) কৃষ্ণানন্দ দত্তের পুত্র নরোত্তম খেতুরীর রাজ-সিংহাসনের অধিকারী ছিলেন, কিন্তু তিনি সন্ন্যাসগ্রহণ করাতে তদীয় পিতৃব্য-পুত্র সন্তোষ দত্ত সিংহাসনে আরা হন ।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩১১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।