পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سراسbچ ৰিরহস্তে । বঙ্গ-সাহিত্য-পরিচয় । ভাব-সম্মিলনের পূর্বাভাস । সখি আজি কুদিন মুদিন ভেল। (১) মাধব মন্দিরে আওব তুরিতে কপাল কহিয়া গেল। (২) চিকুর ফুরিছে (৩) বসন উড়িছে পুলক যৌবন-ভার। বাম অঙ্গ আখি সঘনে নাচিছে জুলিছে হিয়ার হার ॥ প্রভাত-সময়ে কণক কোলাহলি আহার বাটিয়া খায়। পিয়া আসিবার কথা শুধাইতে উড়িয়া বসিল তায় ॥ (৪) মুখের তাম্বুল খসিয়া পড়িছে দেবের মাথার ফুল। (৫) চণ্ডিদাস কহে সব ভেল শুভ বিহি আজি অনুকূল ৷ ভাব-সম্মিলন ও আত্ম-নিবেদন । (৬) (>) শুনহে চিকন কাল । কি বলিব আর চরণে তোমার অবলার যত জ্বালা ॥ (১) দুৰ্দ্দিন কাটিয়া শুভদিন হইল । (২) আমার অদৃষ্ট আমাকে বলিয়া গেল। (৩) ফুরিত হইতেছে। (৪) অন্তদিন কাক বধুর নাম শুনিলে উড়িয়া যায়, আজ তাহার নাম বলিতে আহার থাইতে নামিয়া বসিল। (৫) শিবের মাথার ফুল আশীৰ্ব্বাদ-স্বরূপ খসিয়া পড়িল । (৬) কৃষ্ণ মথুরা হইতে বৃন্দাবনে ফিরেন নাই। ভাব-সম্মিলন বৈষ্ণৰ কবির অপূৰ্ব্ব স্বষ্টি । এখানে দেহী কৃষ্ণ রাধিকার নিকট আসেন নাই। হৃদয়ের মধ্যে যে নিত্য-কৃষ্ণ বিরাজ করিতেছেন, রাধিক তাহাই পাইয় কৃতাৰ্থ হইয়াছেন। ইহা শুধু মনোরাজ্যের কথা। এই জন্ত ভাব-সম্মিলনে বিদ্যাপতি শ্ৰীকৃষ্ণ-আগমনে সমস্ত মঙ্গলাচরণ রাধিকার দেহেই সম্পাদন করিতেছেন ; যথা—“আলিপন দেয়ব মোতিম হার । মঙ্গল-কলস করব কুচভর ॥”