১২৭২ কীৰ্ত্তন-স্বষ্টি কাহার , অদ্বৈত । নিত্যানন্দ । বঙ্গ-সাহিত্য-পরিচয় । রাজা কহে সাৰ্ব্বভৌম কহ আচার্য্যেরে। ভট্টাচাৰ্য্য গোপীনাথে কহেন সাদরে ॥ গৌড়ে হৈতে আসে যত ভাগবতগণ। পরিচিত তোমার হএন সৰ্ব্বজন ॥ আমা সকলের ইচ্ছা হয় জানিবারে । পরিচয় করাহ সকল ভক্তবরে ॥ গোপীনাথ বলে ভাল যে আজ্ঞা তোমার। একে একে পরিচয় করিব সভার ॥ গোপীনাথ ভট্টাচাৰ্য্য আর গজপতি । অট্টালি উপরে পথ দেখে স্থিরমতি ॥ হোথা সব ভক্তগণ নরেন্দ্রের তীরে। মহানন্দে উচ্চ হরিসংকীৰ্ত্তন করে । ংকীৰ্ত্তন করিতে করিতে পথি যায়। দূরে হৈতে গজপতি তা শুনিতে পায়। ভট্টাচাৰ্য্য বলে অহো কি আশ্চৰ্য্য ধ্বনি । কৰ্ণ মন জুড়াইল সংকীৰ্ত্তন শুনি ॥ রাজা কহে বিস্তর শুনিল কৃষ্ণ-গান। কীৰ্ত্তন-কৌশল হেন নাহি দেখি আন ॥ হেন সংকীৰ্ত্তন রস কেবা স্বষ্টি কৈল । কীৰ্ত্তন শুনিতে মন প্রাণ জুড়াইল । সাৰ্ব্বভৌম বলে এই কীৰ্ত্তন-বিধান। স্বষ্টি করিলেন শ্রীচৈতন্য ভগবান ॥ পৃথিবীতে হেন হরি-কীৰ্ত্তন না ছিল। বৃন্দাবন-রস প্রভু প্রকাশ করিল। হেন কালে দামোদর গেলা সেই স্থলে । দিব্যমালা পরাইল অদ্বৈতের গলে ॥ রাজা কহে আগে মালা র্যারে সমপিল । এ কোন মহাস্ত হন তাহ মোরে বল ॥ গোপীনাথ বলে নাম শুনহ প্রত্যেকে । এহো শ্ৰীঅদ্বৈত নাম জ্ঞাত সৰ্ব্বলোকে ॥ এই যে দেখিছ আগে আরক্ত-গৌরাঙ্গ (১) । এহো নিত্যানন্দ হন চৈতন্তের স্বাঙ্গ । (১) রক্তিমাভ গৌর দেহ।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩২২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।