> ՀԳ Ն রাজার অৰ্ত্তি । ভক্তগণের আশঙ্ক । চৈত্তম্ভের কৃপা । বঙ্গ-লাহিত্য-পরিচয় । ক্ষ বৃক্ষ-জুলে যত মহান্ত আছিল। পতি প্রতাপরুদ্রে দেখিতে পাইলা ॥ মনে নলে সভাই ভালেন চমৎকার । অকস্মাং রাজা কেনে কৈল আগুসার। মঙ্গল-হুত্ৰেতে করি মুদ্রিত স্থা কর। তাপরুদ্র আজি কেন তপ:ি-লেশ-ধল ৷ যদি বা নিষেধ করি দেহ ভাল নয়। প্রভু পাছে রাজা দেখি উদ্বেগ করয় ॥ না জানি কি মেনে হয় আজি সে রাজার। দেখি রাজ করেন কেমন ব্যবহাব ৷ বৃক্ষ এত বলি ভক্তগণ রাজ-পান চায়। লঘু লঘু গজপতি প্রত্ন-পাশে লয়৷ চতুদিকে চাহে রাজা সভয় নয়নে। ভুর নিকট গেল মন্থর গমনে । দেখি প্রভু বসিঞtছ অবনী-উপরে। মুখ বক্ষ বা এ পড়ে আন ধারে ৷ শ্রীচরণ মূলদ মন্দ করান দোলান। রক্ত পদ্ম যেন মন্দ পবন উড়ন ॥ প্রভুর সৌন্দৰ্য তাহে প্রেমার বিকার। দেখিএঃ প্রতাপরুদ্রের হৈল চনংকার ॥ পরিঘ দীঘল দুই বাহু প্রসারিঞা। দৃঢ় করি পাদপদ্ম ধৰিল ধা এঃ ॥ ভক্তগণ দেপি বলে অন হুইল । অবিচারে কেনে রাজা এজন করিল। আনন্দ-আবেশে প্রভু মুদিত নয়নে। বসি এঃছে নিজ পর বাহ নহি জানে । দৃঢ় করি ধরে রাজা প্রভুর চরণে। হায় হার রাজার কি হয় তাজি নেনে ॥ । এই মত ভক্তগণ ভবেন বিষাদ । রাজা প্রতি প্ৰভু হেথা করিলা প্রসাদ ॥ মুদিত নয়নে প্রস্থ ধ্যন হইয়া। দুড় কর্মর অলিম্বিল রাজাকে ৰরিফ ॥
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩২৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।