পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণব-চরিত্যখ্যান—প্রেমদাস—১৭১২ খৃঃ । ১২৭৭ মুদিতনয়নে প্ৰভু ধরিয়া রাজারে । ভাগবত-শ্লোক এক পঢ়ে বারে বারে। রাজার অন্তরের সব গেল দুঃখ শোক । গোপীনাথ আচাৰ্য্য বলে এ বড় কৌতুক । কন্তু দোষ কৰ্ভু গুণ সাহস করিলে। এই কথা আমি বুঝিলাম এত কালে৷ ৷ মহারাজ গজপতি সাহস যে কৈল । তাথে এই ভাগ্যে ফল অদ্ভূত ফলিল। কত কাল কত তপ করি যা না পায়। হেন কৃপা আজি প্রভু করিল রাজায়। কেহ বলে রাজার ভাগ্যের অন্ত নাঞি । কেহ বলে কৃপাময় চৈতন্ত গোসাঞি ৷ কেহ বলে রাজার নিৰ্ম্মল ভক্তি-বলে। পরবেশ করিলেন চৈতন্ত ঈশ্বরে। আর বার গোপীনাথ রাজা দেখি কয় । সেই গজপতি এই বড়ই বিস্ময় ॥ মহামল্পগণে যদি বাহুযুগে ধরি। বুকে লঞা পিষে তারা করায় বিকলি। হেন গজপতি প্রভু-বাহু-পেষ পাঞী। মত্ত হস্তী-আক্রান্ত কদলী প্রায় হঞ ॥ কাতর হইয়া রাজা আছয়ে নীরবে। এ বড় আশ্চৰ্য্য গোপীনাথ মনে ভাবে ॥ হেন বেলে বলগুণ্ডি মণ্ডপ-নিকটে। নানা বাদ্য জয়ধ্বনি কল কল উঠে৷ শুনি প্রভু জানিলেন রথ চলি যায়। রাজা আলিঙ্গিয়া ছিল ছাড়ি দিলা তায় ৷ জগন্নাথ-দর্শনে উৎকণ্ঠ বহুতর। মত্ত সিংহ হেন প্ৰভু চলিলা সত্বর ৷ আনন্দ-আবেশে ছিল বাহ নাহি জানে। কারে আলিঙ্গিঞা ছিল তাহ নাহি মনে ॥ প্রভু সঙ্গে ধাইলা সকল ভক্তগণ । রাজ এক ভূমে পড়ি প্রেমে অচেতন ॥