পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পদাবলী—চণ্ডিদাস—১৪শ শতাব্দী।
৯৮৯

চরণ থাকিতে না পারি চলিতে
সদা যে পরের বশ।
কোন ছল বলে তব কাছে এলে
লোকে করে অপযশ॥
বদন থাকিতে না পারি বলিতে
তেঞি সে অবোলা[] নাম।
নয়ন থাকিতে সদা দরশন
না পেলাম নবীন শ্যাম॥
অবলার যত দুখ প্রাণনাথ
সব থাকে মনে মনে।
নিগূঢ় সে কথা চণ্ডিদাস তাহা
কিছু কহে অনুমানে॥

(২)

বঁধু তুমি সে আমার প্রাণ।
দেহ মন আদি তোঁহারে সঁপেছি
কুল শীল জাতি মান॥
অখিলের নাথ তুমি হে কালিয়া
যোগীর আরাধ্য ধন।
গোপ গোয়ালিনী হাম অতি দীনা
না জানি ভজন পূজন॥
কলঙ্কী বলিয়া ডাকে সব লোকে
তাহাতে নাহিক দুখ।
তোমার লাগিয়া কলঙ্কের হার
গলায় পরিতে সুখ॥
পীরিতি-রসেতে ঢালি প্রাণ মন
দিয়াছি তোমার পায়।
তুমি মোর গতি তুমি মোর পতি
মন নাহি আন ভায়॥[]

  1. বাকশক্তি শূন্য।
  2. মনের অন্যভাব নাই।