পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লিৰিল আলভূ=াদ । 一コsc_R-2イエー পীতাম্বরের মার্কণ্ডেয় পুরাণ | শ্ৰীযুক্ত হরগোপাল দাস কুণ্ডু-সঙ্কলিত। কুচবিহারের মহারাজা বিশ্ব সিংহের পুত্র যুবরাজ সমর সিংহের আজ্ঞায় কবি পীতাম্বর মার্কণ্ডেয় পুরাণ রচনা করেন। বিশ্ব সিংহের রাজত্ব-কাল ১৫৪৫ হইতে ১৫৫৪ খৃষ্টাব্দ। “দেব ঋষি বার (১) আর শশাঙ্ক শকত (২) । পুছিলন্ত রাজা মাক্কণ্ডেয় কথা যত ॥” ঋতধ্বজ কুমারক (৩) করিয়া সংহতি। আপন আশ্রমে মুনি চলিল সম্প্রতি ॥ পাতিলেক যজ্ঞ মুনিগণ অনুদিনে। অশেষ সন্তার বেদ-বিহিত বিধানে ॥ দিব্য তুরঙ্গমে চড়ি রাজা বণিহার। এক হাতে বাণ শরাসন হাতে আর ॥ যজ্ঞের নিকটে অতি সচকিত হৈয়া। থাকিল কুমার যজ্ঞ রক্ষণ করিয়া ॥ যজ্ঞ আরম্ভিল তবে যত মুনিগণ । শূকরের রূপ ধরি আল ততিক্ষণ ॥ যজ্ঞ-ভঙ্গ হৈতে দৈত্য আসি কোপ-মনে। দেখিও ত্ৰাসিত হৈল সৰ্ব্ব মুনিগণে ॥ মুনি বোলে ঋতধ্বজ শুনহ বচন । হেন আসি পাইল মায়াবী দৈত্যগণ ॥ (১) এশক বোধ হয় কুচবিহার রাজ্যের শক। কুচবিহারে তথাকার নিজস্ব একটি রাজকীয় শক প্রচলিত আছে শুনিয়াছি। (২) শকত = শকে। (৩) কুমারক = কুমারকে। 'B')