సెవెe বঙ্গ-সাহিত্য-পরিচয় । সতী বা অসতী তোমাতে বিদিত ভাল মন্দ নাহি জানি । কহে চণ্ডিদাস পাপ পুণ্য মম তোমার চরণখানি। ( 9 ) বঁধু কি আর বলিব আমি। জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হৈও তুমি ৷ তোমার চরণে আমার পরাণে বান্ধিল প্রেমের ফাঁসি । সব সমপিয়া এক মন হৈয়া নিশ্চয় হইলাম দাসী। ভাবিয়া দেখিলাম এ তিন ভুবনে আর কে আমার আছে। রাধা বলি কেহ সুধাইতে নাই দাড়াব কাহার কাছে ॥ একুলে ওকুলে (১) হুকুলে গোকুলে আপনা বলিব কায়। শীতল বলিয়া শরণ লইলাম ও ছুটী কমল-পায়। না ঠেল না ঠেল অবলে অখলে যে হয় উচিত তোর। ভাবিয়া দেখিলাম প্রাণনাথ বিনে গতি যে নাহিক মোর ॥ আখির নিমিথে যদি নাহি দেখি তবে সে পরাণে মরি। চণ্ডিদাস কয় পরশ-রতন গলায় গাথিয়া পরি। ( 8 ) শুন হে রসিক রায় । তোমা উপেখিয়া যে মুখে আছিলু নিবেদিয়ে তুয়া পায়। কি জানি কি খেনে কুমতি হইল গরবে ভরিয়া গেলু। তোমা হেন বঁধু হেলায় হারাঞা কুরিয়া ঝুরিয়া মৈলু ॥ জনম অবধি মায়ের সোহাগে সোহাগিনী বড় আমি। প্রিয় সখীগণ দেখে প্রাণ-সম পরাণ-বঁধুয়া তুমি ৷ সখীগণে কহে শু্যাম-সোহাগিনী গরবে ভরল দে (২) । হামারি গৌরব তুহু বাঢ়য়লি অব টুটাঅৰ (৩) কে ॥ তোহারি গরবে গরবিনী হাম রূপসী তোহার রূপে । কুল-শীল-লাজে দিয়ে তিলাঞ্জলি মজেছি রসের কূপে ॥ তোহারি গরবে গরবিণী হাম গরবে ভরল বুক । চণ্ডিদাসে কহে এমতি নহিলে পারিতি কিসের সুখ ॥ (১) স্বামীকুলে এবং পিতৃকুলে। (২) দেহ । (৩) এখন কে কমাইবে।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।