বিবিধ অনুবাদ–গোবিন্দ-লীলামৃত—১৬শ শতাব্দী। 3 ఫిష్లి সুবর্ণ-বেশরে শোভে মুকুতার ফল । নাসা-অগ্রভাগে সেই করে ঝলমল । বোট সঙ্গে শুক-মুখে নেয়ালের ফল । , ঐছন যেমন তেন নাসার উপর ॥ সুদীর্ঘ নয়নে দিল দলিত অঞ্জন। কি কহিব সেই শোভা অতি মনোরম ৷ কৃষ্ণ-মুখ-চন্দ্র-মুধা-পানের লালস। চকোর রহিল যেন করি বহু আশ । নিৰ্ম্মল স্বর্ণের পাতি বিশাখ আনিয়া। ’ রাধিকার কণ্ঠে দিল শ্রীকণ্ঠ ঢাকিয়া ॥ হরি-করে আছে শঙ্খ-চিন্তু মনোহর। - আচ্ছাদিল কম্বু-কণ্ঠ পাঞ কৃষ্ণ-ডর ॥ স্বর্ণ-হংস দিল রাধা-কণ্ঠের উপরে। । যে শোভা হইল তাহ কে কহিতে পারে। মধ্যে স্থল স্বল্প আগে নীল রত্ন-মণি। । স্বর্ণ-স্বত্র ছিল তাহে হীরার খেচনি (১) ॥ অতি স্বক্ষ মুক্তাফলে গুচ্ছ নিরমিয়া। " হিয়ার উপরে দিল হরষিত হঞা ॥ " দুই গুচ্ছের মধ্যে মধ্যে দিল স্বর্ণ-কাটি। স্বর্ণ-কাটির দুই পাশ্বে দিল মণি-কাটি । তবে রত্নমালা দিল হিয়ার উপরে। গোল কাটি সব সেই অতি মনোহরে । । ইন্দ্রনীল মণি আর পদ্মরাগ মণি ৷ হেম-মণি স্থল মুক্ত প্রবাল-গাথনি ॥ তবেত হৃদয়ে দিল মুক্ত গুহমাল। মধ্যে স্বর্ণকাট পাশ্বে যুগল প্রবাল। রাসে মৃত্যগান কৈল রাধ বিনোদিনী। মুখী হঞ কৃষ্ণ দিল গুঞ্জ-মালা আনি ॥ গুঞ্জ-মালা নহে সেই হৃদয়েব আগে। " সমর্পণ কৈল কৃষ্ণ অতি অনুরাগে ॥ - (১) গাথনি ।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৪৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।