বিবিধ অনুবাদ–গোবিনা-লীলামৃত—১৬শ শতাব্দী। శివt তার ধ্বনি যেন মত্ত হংস ধ্বনি করে। শুনি কৃষ্ণ হর্ষ অতি শ্রুতি ধৃতি ছরে ॥ মৃদ্ধ পাদপদ্মে দিল রতন-মঞ্জরী। কালিনীর হংস-পাটে যায় ধনী ধীরি ॥ পাএর অঙ্কুলে রত্ন-উজৰটিক (১) দিল । তাহা দেখি বিশাখার বিস্ময় জন্মিল ৷ নৰ্ম্মদ মালীর কন্ত দিল নীলপদ্ম । কৃষ্ণ মনোহরে যাহা হেরি শোভাপদ্ম ॥ সেই পদ্ম-হস্তে দিল বিশাখা আনিঞ । পদ্মদৃশ পদ্ম-হস্তে সঁপিলা আসিয়া ॥ নৰ্ম্মদ মালীর কন্যা দিল পুষ্পমালা। হাসিয়া বিশাখা তাহা ধনী-গলে দিলা ॥ নাপিতের কন্ত সে সুগন্ধা নাম তার। মণি-দরশন দিল আগেতে তাহার ॥ . দর্পণে আপন অঙ্গ দেখি বিনোদিনী । কৃষ্ণ-সুখযোগ্য বেশ মনে অনুমানি ॥ কৃষ্ণের মিলন লাগি হইয়া চঞ্চল । নারীবেশ কান্ত-প্রাপ্তি এই তার ফল । শরৎ-বর্ণন । বর্ষা গেল শরৎ হাসে তরুণ অস্কুরে । কিশোরীর প্রায় কান্তি দেখ বৃক্ষ-পরে ॥ জাতী-পুষ্প দেখি যুথী ত্যাগ কৈল অলি। মুগ্ধ-প্রায় জাতী-ফুলে বিহরএ মেলি ৷ প্রবীণ হইল গুঞ্জ শোণ-বর্ণ হয়ে। ময়ূরের পাখা সব পড়িল খসিয়ে ॥ কাশীয়ার ফুলে মহী শ্বেতিমা হইল। মূক হৈল শির্থী সব শব্দ তেয়াগিল ॥ হংস-পংক্তি ডাকে অতি হরষিত হঞ । আইলা শরৎ-ঋতু এই শোভা লঞা ॥ (১) পাগুলি ।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৪৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।