বিবিধ অনুবাদ–গোবিন্দ-লীলামৃত—১৬শ শতাব্দী। రి2 రి পরনিন্দ সতত শরণাগত-ঘাতী । মিত্রদ্রোহী বিশ্বাস-ঘাতক পীড়ে জ্ঞাতি ৷ পাপ হেন খ্যাতি যত আছে ত্রিভুবনে । উৰ্ব্বিষু করিল সব হরষিত মনে ॥ এহি মত দেখি তার কুকাৰ্য্য অপার। ক্রোধে গেল জ্ঞাতি সব গুহেতে তাহার। জ্ঞাতিগণে বোলে মোর নিরমল কুলে। তুঞি কুলাঙ্গার দুষ্ট পাতকী জন্মিলে। আছিল বংশেত যত প্রতিষ্ঠা-প্রকাশ । তুঞি মূঢ় হয়ে সব করিলি বিনাশ ॥ ধৰ্ম্ম-পথ তেগিয়া সদা করিলি পাতক । সন্তাপ দুঃসহ বংশ-কীৰ্ত্তি-হস্তারক। বিধাতার আশ্চৰ্য্য-সৃষ্টি পরম-বিস্ময়। যে সাগরে চন্দ্র হৈল তাতে বিষ হয়। কুপুত্রের অদ্ভুত শক্তি কে কহিতে পারে। পুরুষানুক্রমের কীৰ্ত্তি ক্ষণেকে সংহারে। মোর বংশে জন্মিলে তুঞি কুপুত্ৰ অধম। তুঞি মূঢ় হলে বংশ-হীনতা পরম। ব্যাসে বোলে এত কহি জ্ঞাতি সমুদায়। সহসা তেজিয়া তাকে অপকীৰ্ত্তি-ভয় ॥ জ্ঞাতিএ তেজিল যদি ধিক্কার বোলিয়া। আরম্ভিল দস্থ্য-বৃত্তি মহাদুঃখী হয়্যা। তবে দম্য-বৃত্তি সেহি সতত করিতে। প্রজালোকে ধরি নিল রাজার বিদিতে ॥ তাহাকে দেখিয়া রাজার দয়া হৈল মনে । দেশত্যাগ করিলেক না মারিল প্রাণে ॥ তবে বন-আশ্রয় হয়্যা সে দস্থ্য নির্দয় । হরিতে পথিকের ধন করিল আশয় ॥ আর দিন বনে নদী-তট দেখিয়া। স্নান-হেতু গেল অতি পরিশ্রান্ত হৈয়া ॥ সেহি নদী-তীরে হরি-ভক্তি-পরায়ণ। দেখিল উৰ্ব্বিষু তথা বিপ্ৰ কত জন ॥
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৫৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।