ృ968 বঙ্গ-সাহিত্য-পরিচয় । তথাতে ভ্ৰমিল সবে পূজি গদাধর। আরম্ভিছে কহিতে কথন পরস্পর ॥ কেহ বলে চম্পক-কুসুম আজি হতে । পরিত্যাগ করিয়া দিলাম বিষ্ণু-প্রতে। ই জন্মে যাবৎ মোর থাকিব জীবন। না করিব কদাচন চম্পক-গ্ৰহণ ৷ কেহ বোলে তাম্বুল দিলাম হরি-প্রতে। ই জন্মে তাম্বুল আমি না খাইব জীতে (১) ॥ কেহ বলে হরিকে কদলীফল দিল (২) । জীবন পর্য্যন্ত আমি কদলী তেজিল ৷ কেহ বলে বিষ্ণুকে দাড়িম্ব মনোরম। কেহ বলে দিনু ফল রসনা-উত্তম ॥ দ্বিজ-সৰ্ব্বে হেন বাক্য শুনিয়া নিশ্চয় । হরিকে কি দিব আমি উৰ্ব্বিষু চিন্তয় ॥ সংসারেত বস্তু যত ভয় হয় মোর। না পারিব তাহাকে তেজিতে দৃঢ়তর ॥ রাজ-ভয়ে নিত্য বুনে বসতি আমার । শকটেত আরোহণ নাহিক অধিকার ॥ ব্যাসে বোলে এত চিন্তা দস্থ্য দুরাচার। শকট হরিকে দিব মনে কৈল সার ॥ আশ্রমেত গেল যত বিপ্র মহামতি । তবে দস্থ্য গেল তথা আপন-বসতি ॥ হেন কালে গুড় করি ভরে ত পূরিত। সেহি পথে পথিক হইল উপস্থিত। s তবে দস্থ্য অতি দারুণ নিৰ্দ্দয়। গুড়-ভার দেখিয়া ধাইল অতিশয় ॥ পথিক নির্জিয়া গুড় নিলেক হরিয়া । দেখে সব শকট নিৰ্ম্মিছে গুড় দিয়া ॥ উৰ্ব্বিষু দেখিয়া গুড় শকট-আকার। মনে চিন্তে স্মরিয়া প্রতিজ্ঞা আপনার ॥ (১) জীবিত থাকিতে। (২) দিলাম।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৫৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।