ੇ অনুবাদ–গোবিন্দ-লীলামৃত—১৬শ শতাব্দী। లి6 ( পূৰ্ব্বে আদি-শকট গোবিন্দ-প্রতে দিল। এতেকেই সব মোর অগ্রাহ হইল ॥ এত চিন্তি গুড়ের নিৰ্ম্মিত ছিল যত । বিষ্ণু-প্রতে ব্রাহ্মণেক দিলেক নিশ্চিত । তার দৃঢ় ভক্তি আর বিপ্ৰ-সেবা-গুণে । পাপ-পুঞ্জে উদ্ধার করিলা নারায়ণে ॥ স্থজনির উপাখ্যান । কুজনি নামে ব্রাহ্মণ আছিল পূৰ্ব্বকালে। শান্ত দান্ত দয়াশীল জন্ম শুদ্ধকুলে ৷ গুরু-বিপ্ৰ-ভক্ত হরি পূজিতে তৎপর। সত্যবাদী জিতেন্দ্রিয় দানে অকাতর ॥ নিজাচার প্রাতঃস্নান হিংসা-বিবৰ্জ্জিত । একাদশী-ব্ৰত জ্ঞাতি-পূজারত-চিত্ত । স্বপ্নে হরি দেখিলেক সেই দ্বিজবর । পদ্ম-চক্ষু পীতবাস খাম-কলেবর ॥ মঞ্জীর কুণ্ডল স্বর্ণকিরীট উজ্জ্বল। বনমালা-ভূষিত কৌস্তুভ বক্ষঃস্থল ৷ শঙ্খ-চক্র-গদা-পদ্ম-ধৃত চারি ভুজে। সমগুণ স্বর্ণ-যজ্ঞোপবীত রাজে ॥ স্বপ্নে দীনবন্ধুর দর্শন বিপ্রে পাইয়া । কৃতাঞ্জলি লোমাঞ্চ-শরীর হর্ষ হইয়। বিপ্রে বোলে প্ৰণমহ ত্রিজগৎ-ভৰ্ত্তা। সৰ্ব্বলোক-ভয়-শোক-রোগ-নাশ-কর্তা ॥ নারায়ণ কমলার হৃদয়-প্রিয়ক । ধৰ্ম্ম অর্থ কাম মোক্ষ তুমি প্রদায়ক । সৰ্ব্ব পাপ করিয়াছি মুঞি মূঢ়-মতি। মোহে সদা করিয়াছ বিষয়েত রতি ॥ এতেক ডুবিল ভব-জলধি গভীরে। নিজ ভৃত্য জানিঞ উদ্ধার কর মোরে । যদ্যপি সৰ্ব্বলোকে দুস্কৃতি করয়। সে ফল ব্যামোহ শীঘ্র তাহাকে লভয় ॥ )*8
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৫৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।