> ○ov বঙ্গ-সাহিত্য-পরিচয় । স্বজিলেক নানা দ্রব্য এ ভোগ-বিলাস । কাকে কৈল ঈশ্বর কাহাকে কল্য দাস ৷ কাকে দিল মুখ ভোগ সতত আনন্দ । কেহু দুঃখ-উপবাসী চিন্তাযুক্ত ধন্ধ। আপনা-প্রচার-হেতু স্বজিল জীবন। নিজ-ভয় দর্শাইতে স্বজিল মরণ ॥ কাকে কল্য ভিক্ষুক কাহাকে কৈল ধনী । কাকে কল্য নিগুৰ্ণ কাহাকে কৈল গুণী ॥ সুগন্ধ স্বজিল প্রভু স্বৰ্গ আকলিতে (১)। স্বজিলেক দুর্গন্ধ নরক জানাইতে । মিষ্ট রস স্বজিলেক কৃপা-অনুরোধ। তিক্ত কটু কষা স্বজি জানাইল ক্ৰোধ । পুষ্পে জন্মাইল মধু স্বগুপ্ত আকার। স্বজিয়া মক্ষিক কৈল তাহার প্রচার । এতেক স্জিতে তিল না হৈল বিলম্ব । অন্তরীক্ষ গঠিয়া রাখিছে বিনি স্তম্ভ । কাকে কল্য নির্বলী কাহাকে বলী আর । হাড় হন্তে (২) নিৰ্ম্মিয় করর পুনি হাড়। (৩) সেই এক ধনপতি যাহার সংসার । সকলেরে দেয় দান না টুটে ভাণ্ডার । ক্ষুদ্র পিপীলিকা হন্তে ঐরাবত আর । কাকে নাহি বিস্মরণ দিয়াছে আহর । হেন দাতা আছে কোথা শুন জগ-জন । সবাকে খাওয়ায় পুনি (৪) না খায় আপন ॥ জীবন-আহার-দানে করিছে আশ্বাস । সকলের আশা পূরে আপনে নৈরাশ । পৰ্ব্বত করয়ে রেণু দেখে সৰ্ব্বলোকে। হস্তীরে করয় পিপীলিকা সমযোগে ৷ (১) প্রকাশিতে। (২) হন্তে = হইতে । (৩) অস্থি হইতে নিৰ্ম্মাণ করিয়া পুনরায় অস্থিতে পরিণত করেন। (৪) কিন্তু ।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৬০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।