১৩১২ বঙ্গ-সাহিত্য পরিচয় । মহাদানী মহামানী মহাসাহসিক । অহিংসা হইতে শুন মৰ্য্যাদা অধিক। (১) যেই কিছু নিরঞ্জনে কহিছে কোরাণে । সেই কৰ্ম্ম নিত্য কৃত্য অন্ত নাহি মনে ॥ নিন্দ চর্চা-বিবৰ্জ্জিত নাহিক শঠতা। শোকার্ত জনের খণ্ডায় মনোব্যথা ॥ ওলমা ছৈয়দ সেখ যত পরবাসী। পোষন্ত আদর করি মনে স্নেহ বাসি। কাহাকে খতিব কাকে করেন্ত ইমাম । নানাবিধ দানে সবে পূরান্ত মনস্কাম। নৃপ-ক্রোধে যত লোক হএ ছত্রাকার। তাহার শরণে আসি হয়ন্ত উদ্ধার ॥ গুণের সমুদ্র সন্তরিলে নাহি কুল। আমি হীনবুদ্ধি তার মহিমা বহুল। গুণকীৰ্ত্তি কহিতে না পূরে মনোসাধ । ভাবিয়া চিন্তিয়া মনে করি আশীৰ্ব্বাদ ॥ দীর্ঘ-পরমায়ু হৌক শতবিংশ-অন্ধ । দিগন্তরে পূর্ণ হৌক গুণকীৰ্ত্তি-শব্দ। শুক্লপক্ষ চন্দ্র-তুল্য বৃদ্ধি হোক যশ । তাহার গুণেতে হৌক দেব সব বশ । চন্দ্র স্বৰ্য্য আকাশ ধরণী গিরি জল । যত দিন আছে পূর্ণ মেদিনী-মণ্ডল । নিচল রন্থক নাম কীৰ্ত্তির শবদ । মনোবাঞ্ছা সিদ্ধি হৌক খণ্ডুক আপদ ॥ নামের বাথান এবে শুন মহাজন । অক্ষরে অক্ষরে কহি ভাবি গুণগণ ॥ মান্তোর মাকণর আর ভাগ্যের গকার। শুভযুগে নক্ষত্রের আনিল নকার । এ তিন অক্ষরে নাম মাগন সন্তবে। রাখিলেস্ত মহাজনে অতি মন-শুভে। (১) অহিংসা হইতেও তাহার অধিকতর প্রশংসার (মর্য্যাদার) বিষয় আছে, তাহ শুন ।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৬৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।