পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ অনুবাদ–আলাওলের পদ্মাবৎ–১৬১৮ খৃঃ। আর এক কথা শুন পণ্ডিত সকল । কাব্যশাস্ত্র ছন্দোমুল পুস্তক-পিঙ্গল । - o পিঙ্গলের মধ্যে অষ্ট মহাগণ-মূল। তাহাতে মগণ আছে বুঝ কবিকুল ৷ নিধি স্থির কল্প প্রাপ্তি মগণ ভিতর । (১) মগণ মাগণ এক অণকার-অন্তর ॥ আকার-সংযোগে নাম হুইল মাগণ । অনেক মঙ্গল ফল পাই তে কারণ ॥ (২) সরোবরে চিতোর রাজ্ঞী পদ্মিনী । সরোবরে আসিয়া পদ্মিনী উপস্থিত। থোপা খসাইয়া কেশ কৈল মুকুলিত । সুগন্ধী গুমিল-ভার ধরণী চুইল। চন্দনের তরু যেন নাগিনী বেড়িল ॥ কিম্বা মেবার স্ত-যোগে হুইল অন্ধকার । বিধুম্ভদ (৩) আসিল বা চন্দ্র গ্রাসিবার। দিবস সহিতে স্বৰ্য্য হইল গোপন । চন্দ্রতার লইয়া নিশি হৈল প্রকাশন ॥ ভাবিয়া চকোর-আখি পড়ি গেল ধন্ধ। জীমুত সময় কিবা প্রকাশিত চন্দ ॥ হাস্ত সৌদামিনী-তুল্য কোকিল-বচন । ভুরূযুগ ইন্দ্ৰধনু শোভিত গগন । (১) “নাগরাজপিঙ্গলোক্তানাং ত্রিগুণাত্মকানাং মাদীনামষ্টগণনাং দেবতা ফলাদীমুক্তিানি মোভূমিস্ত্রিগুরুঃশ্ৰিয়ং দিশতি যে বৃদ্ধিং জলং চাদিলো রোইগ্নিমধ্যলঘুর্বিনাশ মলিনে দেশটিনং সোহন্ত্যগঃ। তো বোমান্তলযুদ্ধনাপহরণং জোহর্কোরুজংমধ্যগো ভশ্চন্দ্ৰেীযশ উজ্জ্বলং মুখ গুরুনোনাক আয়ুক্সিলঃ।” নিধির স্থিরতা-প্রাপ্তি—অর্থাৎ মগণে লক্ষ্মী অচলা থাকেন। (২) সম্পদের অধিষ্ঠানীভূত মগণ আকার ধারণ করিয়া অর্থাৎ মূৰ্ত্তিমান হইয়া মঙ্গল বিতরণ করিতেছেন। (৩) বিধুস্তুদ = রাহু। ゞ*● లిYరి পিঙ্গলের নগণ’ ‘রঙ্গণ’