বিবিধ অনুবাদ–আলাওলের পদ্মাবৎ—১৬১৮ খৃঃ । శ్రీ (t কদাচিৎ কেহ যদি যায় গম্য-আশে। মন বন্দী হয় তার অলকার ফাসে ॥ ভাগ্যের উদয়-স্থলী ললাট সুন্দর । দ্বিতীয়ার চন্দ্র জিনি অতি মনোহর ॥ বালকচন্দ্রিমা অঙ্গ বাড়ে দিনে দিন । মোহন ললাট অতি ভাগ্য-বিধি-চিন (১) ॥ কিমতে বলিব ভাল তুলনা সে অঙ্গ। সকলঙ্ক চন্দ্রমা ললাট নিষ্কলঙ্ক ॥ কুহু রাহু করে চন্দ্রে আলোপ (২) গরাস । মোহন-ললাটে চন্দ্র সদত প্রকাশ ॥ ক্ষণেক আলোপ চন্দ্র ক্ষণেক বিদিত । প্রশস্ত ললাটে চন্দ্ৰ সদা প্রকাশিত ॥ (৩) মৃগমদ-তিলক সুন্দর চারিপাশ । চন্দ্রমা উপরে রাহু মিহির-গরাস ॥ (৪) স্বেদবিন্দু কপালেতে উদয় যখন। মুকুতা আসিল কিবা ভ্রাতৃ-সম্ভাষণ ॥ যাহার ললাটে পূর্ণ ভাগ্যের উদয়। সেই ললাটে ত হৈব সংযোগ নিশ্চয় ॥ কামের কোদণ্ড ভুব্ধ অলকা-সন্ধান । যাহারে হানয়ে বালা লয় যে পরাণ ॥ ভুরূ-ভঙ্গ দেখি কাম হইল অতনু । লজ্জা পাই তেজিল কুসুম-শর ধনু ॥ ভুব্ধ-চাপে গুণাঞ্জন বাণ-কটাক্ষ । ত্রিভুবন শাসিল করিয়া তাহে লক্ষ্য ॥ (১) ভাগ্য-বিধাতার চিহ্ন-স্বরূপ। (২) অপ্রকাশিত। (৩) আকাশের চন্দ্র কখনও ক্ষীণ এবং কখনও পূর্ণ দৃষ্ট হয় ; কিন্তু ললাটের চন্দ্র সৰ্ব্বদাই প্রকাশমান । (৪) কৃষ্ণবর্ণ তিলক সিন্দুর-বিন্দুর সঙ্গে ললাট বিরাজিত ; চন্দ্রের ( মুখচন্দ্রের ) উদ্ধে যেন রাহু ( মৃগমদ-চিহ্ন ) মিহিরকে (সিন্দুর-বিন্দুকে ) গ্রাস করিতেছে । * .
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৬৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।