>○>や বঙ্গ-সাহিত্য-পরিচয়। কদাচিং গগনে উদিলে ইন্দ্ৰধনু । ভুরূ-ভঙ্গী দরশনে লুকায় নিজ-তনু ॥ ভুরূর ভঙ্গিমা হেরি ভুজঙ্গ সকল । ভাবিয়া চিন্তিয়া মনে গেল রসাতল ॥ চিতোর-বর্ণন । ধন্ত চিতাওর দেশ নাহি তথা দুখ-লেশ কি কহিব তাহার মহিমা । চিতোর রাজ রত্নসেন। তথা রত্নসেন রাজা ৰূপ করে সবে পূজা সুরপতি জিনি রূপ-সীমা ৷ রূপে জিনি পঞ্চবাণ বিদুর-সদৃশ জ্ঞান ধৰ্ম্মিক জিনিয়া যুধিষ্ঠির । দানে মানে কর্ণ গুরু বুদ্ধি জিনি মুর-গুরু জম্বুদ্বীপে সেই এক বীর । অল্প বসে রাজ্য-পাল বিপক্ষ জনের কাল ক্ষমায় পৃথিবী-সমসর । সাহসে বিক্রমাদিত্য সত্যে (১) হরিশ্চন্দ্র জিত মৰ্য্যাদায় সিন্ধু রত্নাকর। পরাক্রমে ছত্রপতি মহারাজা চক্ৰবৰ্ত্তী সত্যবাদী মহাকুলশাল । চতুর পণ্ডিত জ্ঞানী হিংসাহীন শুদ্ধ প্রাণী প্রজারে পালয়ে পুত্র-তুল ৷ রত্নসেনের সিংহলে আগমন । একে একে এড়াইল সমুদ্রের সঙ্কট। পঞ্চমাসে হৈল গিয়া সিংহল নিকট ॥ নৃপতি কহিল তবে শুন গুরু শুক (২) । অকস্মাং মনে আজি জন্মিল কৌতুক ॥ সৌরভ সহিতে আসি শীতল পবন । দাহন-শরীরে যেন লাগিল চন্দন ॥ (১) সত্যে = সত্যপালনে । (২) শুকপার্থীর পরামর্শ অনুসারে চিতোরাধিপ রত্নসেন (ভীমসেন ?) সিংছল-রাজ-কন্ত পদ্মিনীর সন্ধানে সিংহলে আসিয়াছেন ।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৬৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।