পদাবলী—চণ্ডিদাস–১৪শ শতাব্দী ৷ o నన్బలి এক-মন-চিতে ও রাঙ্গা চরণে শরণ লয়্যাছে রাধা। এ হেন মুখের ঘর বান্ধিয়াছি তাহাতে লোকের বাধা ॥ অনেক যতনে পারিতি বাঢ়য়ে তিলেকে ভাঙ্গিতে পারি। গড়িতে বিষম অতিশয় শ্রম শুন হে প্রাণের হরি ॥ আনের পরাণ আনের অন্তরে আমার পরাণ তুমি। (১) তিল আধ তাই নয়নে না হেরি মরণ বাসি যে আমি ॥ চণ্ডিদাসে কহে এমন পীরিতি শুনিতে জগৎ বশ । তুহে সে জানএ দু'হাকার তত্ত্ব আনে কি জানএ রস ॥ ( ১১ ) রাই তুমি সে আমার গতি। তোমার কারণে রস-তত্ত্ব লাগি গোকুলে আমার স্থিতি ॥ নিশি-দিশি সদা বসি আলাপনে মুরলী লইয়া করে। যমুনা-সিনানে তোমার কারণে বসি থাকি তার তীরে ॥ তোমার রূপের মাধুরী দেখিতে কদম্ব-তলাতে থাকি। শুনহ কিশোরী চারিদিগ হেরি যেমন চাতক পার্থী ॥ তব রূপ গুণ মধুর মাধুরী সদাই ভাবনা মোর। করি অনুমান সদা করি গান তব প্রেমে হয়ে ভোর ॥ চণ্ডিদাসে কয় ঐছন পীরিতি জগতে আর কি হয় । এমন পরিতি না দেখি কখন ইহা না কহিলে নয় ॥ ( २२ ) ঈষৎ হাসিয়া রাই পানে চায়া বলে বিদগধ কান। তোমার মাধুরী মহিমা চাতুরী ইহা কি জানএ আন ॥ পরম দুর্লভ আনন্দে কেবল নবীন কিশোরী রাধা । হিয়ায় হিয়ায় মরমে মরমে সদাই আছএ বাধা ॥ তোমার কারণে নন্দের ভবনে রাখিএ ধেনুর পাল। গোলোক তেজিয়া গোবৰ্দ্ধনে বাস হইঅাছি জানহ ভাল ॥ তোমার নামের মধুর মাধুৰী নিরবধি করি গান। তোমা বিনে নহে সুখের লেশহি মনেতে নাহিক আন ॥ শু্যামের বচন শুনি চণ্ডিদাস আনন্দে ভাসয়ে তথি । ও রস মাধুরী কে ইহা বুঝিবে কার আছে এত গতি ॥ (১) অন্তের প্রাণ অন্তের অন্তর-মধ্যে, কিন্তু আমার প্রাণ তুমি, অর্থাৎ আমার বাহিরে। > マ○
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।