পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-9ృty বঙ্গ-সাহিত্য-পরিচয় । পদ্মাবতী আসিবেক পূজিতে মহেশ। তথা দরশন হবে শুন উপদেশ । তুমি গিয়া কর সেই মণ্ডপে বসতি। আমি যাই যথা আছে রাণী পদ্মাবতী ৷ মহাদেব-স্তোত্র । আমরা সকল আগে দেহী হৈব ছার যদি আসি বৃষধ্বজ না করে নিস্তার। আয় প্রভু মহাদেব মৃত্যুঞ্জয়-কায় । যদ্যপি পাষাণ তুমি হই তোমা ছায়া ॥ তোমার প্রভাবে আমা পূজে সৰ্ব্বজন। নহেত পাষাণ পূজি কোন প্রয়োজন। আপন নামের প্রভু রাখিয়া মহত্ত্ব। সাক্ষাতে হইয়া পুত্ৰ নৃপ-মনোরথ ॥ এত স্তুতি ভকতি করিতে মূৰ্ত্তি সবে। ততক্ষণে জানিলা সৰ্ব্বজ্ঞ মহাদেবে। কেশরীবাহিনী সঙ্গে লইয়া পাৰ্ব্বতী। সত্বর গমনে আইল দেব উমাপতি। শিরে গঙ্গা জটাধারী গলে অস্থি-মালা । অঙ্গে ভষ্ম পৃষ্ঠেতে পরণ ব্যাঘ্র-ছাল ॥ কণ্ঠে কালকূট ভালে চন্দ্ৰম সুচারু। কক্ষে শিঙ্গা ভূতনাথ করেত ডম্বর ॥ শঙ্খের কুণ্ডল কর্ণে হস্তেতে ত্রিশূল। ওড়ের কলিকা জিনি নয়ন রাতুল। ছন্দের কথা । লঘু গুরু জানিলে গুণের ভেদ পায়। তে কারণে লঘু গুরু জানিতে যুয়ায় ৷ হ্রস্ব ইকার উকার ঋকার ৯কার অকণর মূল। এই কয় লঘু আর গুরু যে সকল। কবিত্ব পদের প্রথম তিন অক্ষর । বিচাবিল কেবা লঘু কেবা গুরুতর । ।