পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৩২৭
বঙ্গ-সাহিত্য-পরিচয়।

জীবন-পতঙ্গ ভক্ষিতে ভূজঙ্গ
বিষফুল করি মুখে॥
বান্ধুলি রতন জগত-মোহন
ডগমগ দীপ্তি অতি।
শ্যাম রজনীত তারকা-বেষ্টিত
কিম্বা শুক্র-বৃহস্পতি॥

অতি বৃহত্তর ললাট সুন্দর
সুরঙ্গ সিন্দুর-বিন্দু।
রাহু আশা ধরি রস প্রসারি
হেরি মুখ পূর্ণ-ইন্দু॥
ভুরূ বিমোহন কাম-শরাসন
কাজল ত্রিগুণ সমান।
ইঙ্গিতে কটাক্ষে হানে লক্ষে লক্ষে
সত্বর মরমে বাণ॥
শ্রবণ-যুগল রতন-কুণ্ডল
বেষ্টিত মুকুতা-পাঁতি।
অরুণ-সেবক হইল তারক
পাশ তেজি নিশাপতি॥[]

নাসা সুললিত শুক-চঞ্চু-জিত
সুচারু বেশর সাজে।
অমিয়-জড়িত চকোর লোভিত
দেখিল চাঁদের মাঝে॥
বান্ধুলি নিন্দিত অধর শোভিত
রাতুল তাম্বূল-রাগে।
সুধা-রস বাণী শুনি সিদ্ধ মুনি
মরমে মদন জাগে॥

গীম মনোহর কম্বু-কণ্ঠবর
শোভে সপ্ত-লরী হার।

  1. কর্ণের রত্ন-কুণ্ডলের চতুর্দ্দিকে মুক্তা-পংক্তি। সূর্য্যকে (রত্ন-কুণ্ডলকে) বেষ্টন করিয়া যেন চন্দ্রের পার্শ্ব ত্যাগ পূর্ব্বক তারাগণ (মুক্তা-পংক্তি) শোভা পাইতেছে।