এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বিবিধ অনুবাদ—আলাওলের পদ্মাবৎ—১৬১৮ খৃঃ।
১৩২১
কুচ-গিরি পরে রছে নিরন্তরে
যেন সুরসরিৎ-ধার॥
বাহু সুলক্ষণ অঙ্গদ-কঙ্কণ
রতন-বলয় সাজে।
অঙ্গুলি চম্পক- কলিকা-নিন্দক
তাহে রত্নাঙ্গুরী রাজে॥
মুখের ভূষণ কটির বসন
চলিতে সুন্দর রাজে।
চরণে নূপুর শব্দ সুমধুর
রুণু ঝুনু রুণু ঝুনু বাজে॥
সে রূপে হেরিয়া জীবনে নিছিয়া
চতুরে ফেলে আপন।
পাইয়া পঞ্চম পাসরে উত্তম
হেরিতে হরয় মন॥
চারু অঙ্গ-জ্যোতিঃ লেগে রত্ন-মতি
জ্যোতিঃ হৈল অতিশয়।
অলঙ্কার বিন শরীর অকঠিন
শুধা অঙ্গ সুধাময়॥
রূপ আভরণ সহজে মোহন
অধিকে অধিক সাজে।
সুরূপ ভূষণ অধিক শোভন
শুনিতে কর্ণে বিরাজে॥
শ্রীযুত মাগন ঠাকুর সুজন
কৌতুকে কৈল আরতি।
কহে আলাওল বিভা সুমঙ্গল
সাজি চলে পদ্মাবতী॥
চলিল কামিনী গজেন্দ্র-গামিনী
খঞ্জন-গমন-শোভিতা।
কিঙ্কিণী ঘোঁঘর বাজয় ঝাঁজর
নূপুর মধুর বাজে।
১৬৬