বিবিধ অনুবাদ—বৃহন্নারদীয় পুরাণ–১৬৬৯ খৃঃ। S Oව්යාා গায়ত্ৰী সতত জপে যেই দ্বিজবর। উত্তম বৈষ্ণব সে যে গুন মুনিবর। হরিনাম শুনি যার হরষিত মন । রোমাঞ্চ-শরীর যার সেই সাধু জন। তুলসীর বন দেখি করে নমস্কার। তুলসীর গন্ধ পাইয়া সন্তোষ অপার। তুলসীর কাষ্ঠ-চিহ্ন কৰ্ণেতে করয়। মস্তকে তুলসী-মূল-মৃত্তিকা ধরয় ॥ পরম বৈষ্ণব এহি জানিহ সকল। তাহারে সন্তুষ্ট আমি গুন মহাবল ॥ শান্ত গুণবন্ত যেবা করে পুণ্যচয়। উত্তম বৈষ্ণব সে যে জানিয় নিশ্চয় ॥ সংক্ষেপে কহিল এহি বৈষ্ণব-লক্ষণ । কোটি বৎসরেহু নহে সকল কথন । এতেক জানিয়া হও ধৰ্ম্ম-পরায়ণ । সাধুশীল সৰ্ব্ব-ভূত হিতের কারণ ॥ যোগান্ত-অবধি ধৰ্ম্ম কর আর বার। আমার স্বরূপ ধ্যান কর বারেবার ॥ এহি রূপে হইবেক মুকতি তোমার। তোমার সমান ঋষি কৰ্ভু নাহি আর ॥ মৃকণ্ডু-পুত্রেরে এহি দিয়া বর-দান। ততক্ষণে নারায়ণ হৈলা অন্তর্ধান ॥ তবে মার্কণ্ডেয় ঋষি ভকতি করিয়া । করিলা বিবিধ যজ্ঞ হরিরে ভাবিয়া ৷ শালগ্রাম-ক্ষেত্রে তপ করিলা বিশেষ । পাপ বিনাশিয়া মুক্তি পাইল অশেষ ॥ সৰ্ব্ব-লোক-হিত করে বিষ্ণুর পূজন। হেন মতে সাধে তবে মনের বাঞ্ছন ॥ নারদে কহেন শুন ব্ৰহ্মার নন্দন । বিষ্ণুভক্তি-মহিমার কহিলু লক্ষণ ॥ আর কিবা মনে ইচ্ছা কর শুনিবার। বিবেচিয়া কহি শুন সনৎকুমার।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৮৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।