లిరిల বঙ্গ-সাহিত্য-পরিচয় । শ্ৰীশ্ৰীযুত গোবিন্দ-মাণিক্য নরপতি। লোকে বুঝিবারে ভাষা করিল সম্প্রতি ৷ বৃহন্নারদীয় নাম উত্তম পুরাণে । পঞ্চম অধ্যায় ভাষা করিল যতনে ৷ উতঙ্কের বিষ্ণু-দর্শন। এতেক স্তবিল যদি উতঙ্ক ব্রাহ্মণ । স্তুতি শুনি তুষ্ট হৈলা দেব নারায়ণ ॥ জগত-ঈশ্বর হরি প্রসন্ন হইলা । উতঙ্ক-সমুখে আসি দরশন দিলা । অতসী-কুসুম-বর্ণ পঙ্কজ-লোচন। কোমল তুলসীদলে ভূষিত চরণ ॥ কিরীট কুণ্ডল-হার-কেয়ুর-শোভিত। শ্ৰীবৎস-কৌস্তুভমণি যজ্ঞ-উপবীত ৷ নাসিকাতে দিব্য মুক্ত তেজ-প্রকাশিত। পীতাম্বর বনমালা গলেত শোভিত ॥ কিঙ্কিণী নুপুর ধ্বজ গরুড়-বাহন। দেখিয়া মোহিত হইল উতঙ্ক-ব্রাহ্মণ । দগুবৎ হইয়া বিপ্ৰ পড়িল ভূমিত। হর্ষজলে হরি-পদ হইল ভূষিত। রক্ষা কর রক্ষা কর দেব নারায়ণ । হেন বাক্য বার বার বলিলা ব্রাহ্মণ । শুনিয়া এহেন বাক্য দেব চক্ৰধর । । দুই হাতে ধরিয়া তুলিল দ্বিজবর। আলিঙ্গন করিলেন দেব নারায়ণ । বর মাগ বলিলেক প্রসন্ন-বদন । বিষ্ণুর বচন শুনি উতঙ্ক ব্রাহ্মণ । প্রণাম করিয়া পুনি বলিল বচন ॥ তুমি প্রভু নারায়ণ পরম কারণ। অন্ত বরে কার্য্য নাই তোমার গোচর। জন্মে জন্মে ভক্তি হৌক তোমার চরণে। হউক কেবল মোর শুন নারায়ণে ৷
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৮৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।