পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ অনুবাদ–গীতগোবিন্দ–১৭শ শতাব্দী। ১৩৩৭ এতেক গুনিঞ তবে দেব গদাধর। এবমস্তু বলিয়া দ্বিজেরে দিলা বর ॥ নিজ-হস্তে গোবিন্দ দ্বিজেরে পরশিল । যোগীর দুর্লভ জ্ঞান ততক্ষণে দিল। জ্ঞান পাইয়া উতঙ্ক যে হরিষ অপার। বিষ্ণুরে স্তবন পুনি কৈল বার বার ॥ উতঙ্কের শিরে হস্ত দিয়া ভগবান। পুনৰ্ব্বার কহিলেন উতঙ্কের স্থান ৷ কৰ্ম্মযোগে কর তুমি আম আরাধন। অতি দিব্য স্থানে তুমি করিব গমন ॥ রসময় দাসের গীতগোবিন্দ । ( ১২৫৪ বাং সনের ১০ই শ্রাবণ তারিখে লিখিত পুথি হইতে । ) বঙ্গভাষা ও সাহিত্যের ৬১৩-৬১৯ পৃষ্ঠা দ্রষ্টব্য। ললিত লবঙ্গ-লতা তাহার শীলনে । কোমল মলয়-বায় বহে অনুক্ষণে ॥ মধুকর-নিকর-বেষ্টিত সৰ্ব্ব ঠাঞি। কোকিল-কুজিত-কুঞ্জ-কুটীরে সদাই ॥ বিরহিনী জনের অতি দুরন্ত বিশেষ। বসন্ত-মলয় তাহে বৃন্দাবন-দেশ ৷ উন্মত্ত মদন মনোরথ সৰ্ব্বস্তানে । প্রকাশিত বধু-চিত্ত করয়ে চ্ছেদনে ॥ কান্তের বিচ্ছেদে তার জন্মায়ে বিলাপ। বঁাচাইছে বসন্ত সময় মহাতাপ ৷ অলিকুল-বেষ্টিত হয়াছে ফুল-বনে। আকুল হয়াছে সুখে করে মধুপানে ॥ বকুলের কুঞ্জে সব বেড়ি চারি পাশে । ভিতরে বাহিরে গান করিছে হরিষে। মৃগমদ-সৌরভ উঠিছে বনে বনে । তাহার রভস-গন্ধ উঠিছে সঘনে।। Y W•br