পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ অনুবাদ–গীতগোবিন্দ–১৬৩৬ খৃষ্টাব্দ । X\98? তোহার উর-হার কৃষ্ণ-উরে শোভিত মেঘে বকপাতি হেন মানি । * * কৃষ্ণ-উরে সাজাই নবমেঘে যেন সাজে সৌদামিনী ॥ করি অভিমান কানন তেজিব রজনী হইব পরকাশ। শুনি মোর বচন গমন কর সত্বর পুরাহ কামুর অভিলাষ ॥ অম্বর তেজি নিজ কিঙ্কিণী বেকত নবঘন করবি রতি-রঙ্গে । নবকিশলয় শয্যাতে লেহ সুন্দরি করাহ ঘটন শুমি-অঙ্গে ॥ তেজি সব দুখ করহ সখি অন্তর দ্রুতগতি কর অভিসার । জয়দেব-বচন শুনি কর সুন্দরি গিরিধর-সহিত বিহার ॥ রাধার কৃষ্ণরূপ-দর্শন। শ্রীরাধা নিরখত হরি-রূপ-শোভা । হরষিত বদন মদন করি মানস রাধা রতি-রস-লোভা ৷ নিরখিতে বৃকভানু-সুত-মুখ বিকশিত হইল অনঙ্গ । যেন বিধুমণ্ডল দেখি উছলিত পয়োনিধি আকুল-তরঙ্গ ॥ অতি লম্বিত নিরমল মুকুতাফল হার উপর উর-মাঝে। যেন যমুনা-জল উপর সুললিত মনোহর ফেণ বিরাজে ॥ শু্যামল বরণ কলেবর কোমল পীত বসন কটিদেশে । যেন নীল নলিন-মূল কৈল বন্দন পীত পরাগ অশেষে । তরল কটিক্ষ হইতে খণ্ডন অরুণ বরণ রতি-রাগে। যো কমলে দুই খঞ্জন শরাদি সরোবর ভাগে ॥ মুখ-কমলে কিবা পরকাশ কর বিধু সম কুণ্ডল-শোভা। ঈষৎ হাসি অধর করি উলসিত রাধা রতি-রস-লোভা ৷ জলধর-মাঝে উদয় শশিকিরণ তেন ফুল কুন্তল-জালে । তিমির হইতে কি উঠিল শশিমণ্ডল চন্দন-তিলক কপালে ৷ অতি পুলকে কণ্টক সদৃশ আওর রতি-রণ-কাযে। মণিগণ-কিরণ হইতে অতি উজ্জল ভূষণ সুন্দর সাজে। শ্ৰীজয়দেব-ভণিত শুন সুন্দরি তেজহ সাধবস-লাজে। গিরিধর সহিতে হরিষে কর রতি সে কুঞ্জ-নিকেতন-মাঝে ॥