বিবিধ অনুবাদ —জগন্নাথ-বল্লভ–১৭শ শতাব্দী। `ව8O বিকশিত পুষ্প ভৃঙ্গ করে আলিঙ্গন। অঞ্জন সহিত নেত্র কর দরশন ॥ " শুন সখী মধুমঙ্গল করি নিবেদন। বিকশিত পুষ্প নহে হাস্ত-প্রকাশন ॥ to লতাতরু-অগ্রে নবপত্রিকা সহিত । আরব্ধ কলিকা সব কিবা শোভাযুত ॥ কৃষ্ণ বিনু সব কেবল শোভা দেখাইল । হাস্ত করি ধেনু সকল আস্ত উঠাইল ॥ দেখিমু দেখিমু সখা বনের শোভন । এই বৃন্দাবন-শোভা তোমার রমণ ॥ যশোদা মায়ের সেই পাকশাল বিনে । এ সকল শোভা মোর নাহি ভায় মনে ॥ কোন স্থানে শিখরিণী রসাল মধুর। কাহা সুবাসিত স্কৃত শাল্যর প্রচুর ॥ এ সব থাকিতে সখা বলে কিবা করে। শুন শুন ওরে সখা নিবেদিন্তু তোরে ॥ কৃষ্ণ কহে রতি-কন্দল দেখ পুনৰ্ব্বার। so of পদ্মিনীর মধ্যে এই বৃন্দাবন সার ॥ কৃষ্ণ কহে দেখ সখা মোর বৃন্দাবন। লতা বৃক্ষ আদি সব আনন্দিত মন ॥ কখন না দেখে মোর অপরূপ রূপ । দেখিয়া সভার মনে উপজিল সুখ ॥ দেখ সখা পুষ্পগণ হৈল বিকশিত। তোমারে দেখিয়া হাসে আনন্দিত চিত ॥। মৃদুল পবন ব্যোমে করে আরোহণ। চঞ্চল করিল সব পল্লবের গণ ॥ ইহা না জানিঞা কর চালন করিঞ । তোরে মুক্ত করিবারে চাহেন কহিঞা ॥ দেখ সখা মধুমঙ্গল কোকিলের গণ । কিবা সে মধুর ধ্বনি জুড়ায় শ্রবণ। o মধুমঙ্গল—শুনি শুনিম্ন সথা কোকিলের ধ্বনি। তোর বেণু-ধ্বনি-আগে ইহা কিবা গণি ৷
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৯৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।