পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

`ඵIR রাজ-কুমারীর ক্রোধ। বঙ্গ-সাহিত্য-পরিচয় । নানা তন্ত্র প্রমাণ করিয়া তিন জন । রাজাতে কহিল তিনে বংশের কথন । রাজ-মালিকা আর যোগিনী-মালিকা । বারুণ্যকা-নির্ণয় আর লক্ষ্মণ-মালিকা ৷ হরগৌরী-সংবাদ আছিল ভস্মাচলে। নবখণ্ড পৃথিবী কহিছে কুতুহলে। এ চারি তন্ত্রেতে আছে রাজার নির্ণয়। রাজাতে কহিল কথা তিন মহাশয় ॥ ফকীররাম কবিভূষণের সখীসেন। বৰ্দ্ধমান-নিবাসী বৈদ্য-বংশোদ্ভব কবিভূষণ ফকীররাম প্রায় তিন শত বৎসর পূৰ্ব্বে জীবিত ছিলেন। সখীসেনা বা শশীসেনা—রাজ-কুমারী ; তিনি কোটালের পুত্রের সঙ্গে এক অধ্যাপকের নিকট পাঠ করিতেন। একদা পাঠগৃহে সখীসেনার লেখনী হস্ত-চু্যত হইয়া ভূমিতলে পতিত হয়। রাজ-কন্যার আসন উচ্চে,—কোটাল-পুত্রের স্থান নিম্নে, সুতরাং লেখনীটি কোটালের পুত্রের উঠাইয়া দিবার পক্ষে সুবিধা ছিল। রাজকন্ত র্তাহাকে লেখনীটি তুলিয়া দিতে অনুরোধ করেন। কোটালের পুত্র তছত্তরে বলেন, লেখনী তিনি তুলিয়া দিবেন, কিন্তু তিনি যাহা বলিবেন রাজকন্যার তাহ পালন করিতে হইবে। এই প্রতিশ্রুতি প্রদানান্তর কোটালের পুত্র তাহাকে লেখনীটি তুলিয়া দিলেন। দ্বিতীয়বার লেখনী পতিত হয়, তখনও রাজ-কন্ত অঙ্গীকার-বদ্ধ হইলে কোটালের পুত্র লেখনী তুলিয়া দেন। তৃতীয় বারও এইরূপ হয়। রাজকন্যা এই ভাবে তিনবার সত্য-বদ্ধ হইলে কোটালের পুত্র তাহাকে বিবাহ করিবার অভিপ্রায় জ্ঞাপন করেন । তাহ শুনিয়া রাজ-কন্যার উত্তর এবং তৎপরবর্তী ঘটনা নিম্নে প্রদত্ত হইয়াছে। যে পুথি হইতে এই অংশ উদ্ধৃত হইল তাহার হস্তলিপি বাং ১০৮১ (১৬৭৩ খৃঃ) সনের। এত যদি বলে কোঙর (১) কস্তার সাক্ষাতে। শুনিঞা কন্যার মুণ্ডে পড়ে বজ্রাঘাতে ॥ কন্যা বোলে কি বোল বলিলা পাপমতি । ইহার লাগিয়া মোর সঙ্গে কৈলা সত্যি ৷ (১) কুমার।