পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ—সখীসেনা—১৭শ শতাব্দী । `වදළු দীক্ষা-গুরু নাই বোলি আজি পাইলে দায়। মোরে লয়্যা বাহির হৈয়া যাত্যে চায় ॥ এত বড় মাথার উপরে মাথা ধর । পক্ষু হৈয়া পৰ্ব্বত লঙ্ঘিতে দাও (১) কর । জলে থাকি কুম্ভীর-সহিত কর বাদ । বামন হয়্যা চাদে হাত দিতে কর সাধ ॥ কোন লাজে কোঙর কহিলে হেন কথা । রাজাকে কহিয়া তোর কাটাইব মাথা ॥ ভণএ ফকীর রাম শুনে লাগে ডর। কস্তার বচনে কোঙর কাপে থরথর ॥ তুমি পড় উচ্চাসনে আমি হেটে পড়ি। কুমারের উত্তর। পরিহাস করিয়া ফেলিয়া দিলে থোড়ি (২) ॥ তিন বার খোড়ি তুল্য দিলাঙ তোমার হাতে। হাস্ত-মুখে সত্য যে করিলে আমার সাথে ॥ আশা পায়্যা ভাষা কথা (৩) কহিলাঙ তোরে। যে হল্য সে হল্য গুণ (৪) মাপ কর মোরে ॥ তোরে হেন বচন বলিব নাই আমি । সত্যে বন্দী থাকিলে হইবে অধোগামী ॥ ভণএ ফকীর রাম ঐ কথা দৃঢ়। ছাড়িলে ছাড়ান নাই যদি কাট মুড় (৫) ॥ দশরথ সত্য কৈল কৈকয়ীর সনে । সত্য-রক্ষণ । রাম হেন পুত্রকে পাঠাইয়া দিল বনে ॥ আপনি মরিল রাজা রামের হাইবাসে (৬)। তবু সত্য অন্তথা করিল নাই ত্রাসে ॥ সুগ্ৰীব সহিত সত্য করিলেন রাম। চোরা বাণে বালিকে পাঠাল্য স্বৰ্গধাম ॥ সত্য কৈল রামচন্দ্র বিভীষণ-সনে । মিতারে দিলেন রাজ্য মারিয়া রাবণে ॥ (১) দাবী। (২) খড়ি = কাটি=লেখনী। (৩) সহজ কথা । (৪) দোষ । (৫) মাথা । (৬) হাইবাসে =হা হুতাশে ; এখানে শোকে । > * *