পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ—সখীসেন—১৭শ শতাব্দী। S)(R দূর কর্য ভূষণ দৃষ্টি-জ্বালা যত। অভাগী বিদায় মাগে জনমের মত ॥ ভণএ ফকীর রাম শুন রাজার সুত । সুখের সায়রে কেনে * * ॥ গুরুর কথায় সখীসেনার উত্তর। না কয়্য ন কয়্য গুরু এমত বচন । কোন লাজে ফিরা যাব আপন-ভবন ॥ মাএ বাপে এ মুখ দেখাব কোন লাজে। হেন ছার জীবন রাখিব কোন কাযে ॥ ছুইলে ছুঙচি পড়ি মায়্যা ছার জাতি। (১) বার্যা-আছি (২) পুরুষ-সহিত এক রাতি ॥ কুলের কমল হৈঞা কুলে দিলাঙ কালী। ছিলাঙ চক্ষুর তারা আজি হৈলাঙ বালি ॥ রজক তাহার সাক্ষী অযোধ্যা-নগরে । পতি হয়্যা পত্নীকে গ্রহণ নাঞি করে। ঘরে হৈতে বাহির করিঞা দিল পিতা । ভণএ ফকীর রাম বনবাসী সীতা ॥ কহিয় কহিয় গুরু জননীর ঠাঞি । তোমার কম্ভার সনে আর দেখা নাই ॥ এই কথা আমার পিতার কাছে বল্য। তোমার সাধের কন্ঠ শশিমুখী (৩) মল্য। কান্দিলে প্রবোধ করা বুঝায়্যা সাদরে। গিয়াছে তোমার কন্যা শ্বশুরের ঘরে ॥ কন্যা লৈয়া চিরদিন কেবা করে ঘর। আপনার কন্যা যেবা সেহ হয় পর ॥ 1: . . . . . . - Si AASSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS * * (১) আমরা ছার জাতি ( হীন ) স্ত্রীলোক, অপরে আমাদিগকে ছুইলে অস্পৃগু হইয়া পড়ি। (২) বাহির হইয়া আসিয়াছি। (৩) শশিসেন, সখীসেন ও শশিমুখী—এই তিন নামই পাওয়া যাইতেছে। এই কাব্যের যে দুইখানি অতি প্রাচীন পুথি পাইয়াছি, তাহীদের উভয়েরই হাতের লেথা অতি অস্পষ্ট।