Y ©&b* বঙ্গ-সাহিত্য-পরিচয় । দ্রুপদ রাজার কন্যা দ্ৰৌপদী সুন্দরী। লয়্যা গেল তাহারে পাণ্ডব বিভা করি ॥ পিতা রাখে কৌমারে যৌবনে রাখে ভৰ্ত্ত । পুত্র রাখে স্থবিরে নারীর তিন কর্তা ॥ পড়িল কুলের কী আজিকে অকুলে। ফকীর রাম দাসে বলে ভাবি তরু-মূলে। রাজ-কন্যার জন্য শোক । কোথাকারে গেল মোর বাছা শশিমুখী। তোমা বিনে দশদিগ অন্ধকার দেখি ॥ আজি হৈতে আর না দেখিব চাদ-মুখ। রূপ গুণ ভাবিতে বিদরে মোর বুক ॥ আর কে মাএর সঙ্গে করিবেক খেলা । আর কে করিব আল খাইবার বেলা ॥ আর না শুনিব বাছা চাদ-মুখের বোল। আজি হৈতে শূন্ত হৈল জননীর কোল ॥ ধূলায় লোটায়্যা কান্দে এক শত রাণী। গড়াগড়ি চলিল কঙ্কণ বুকে হানি ॥ ঘোড়া-শালে ঘোড়া কান্দে হাতি-শালে হাতী । মৃগ পক্ষী ভুজঙ্গ ধরিতে নারে ছাতি (১) ॥ হাহাকার করি কন্দে সহর বাজার। দুয়ারী প্রহরী কঁদে করি হাহাকার । ভণএ ফকীর রাম দূর কর শোক । ব্রাহ্মণ প্রবোধ করে পড়িয়া শোলক (২) ॥ মাতাদের জন্য রাজ-কন্যার আক্ষেপোক্তি । শুন হে শুন হে নাথ গাভীর হামাল (৩) । বিকলা হয়্যাছে গভী হারায়্যা ছাওয়াল ॥ হামা হামা করিঞ কান্দিয়া চলে গই । বৎস-শোকে সুরভি (৪) হয়্যাছে খোলা ডাই (?) ॥ (১) ছাতি= বক্ষ । ছাতি ধরিতে পারে না=তাহদের বক্ষ ফাটিয়া যায়। (২) শ্লোক। (৩) শব্দ। হাম্বা শব্দ হইতে উদ্ভূত বলিয়া মনে হয়। (৪) ‘সুরভি এস্থানে গভীর সাধারণ সংজ্ঞা বুঝাইতেছে।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪১০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।