পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ—সখীসেনা—১৭শ শতাব্দী। రిసిలి আঁধারিয়া স্থল,— কানন সকল, বৰিষে মুষল-ধার। চমক চড়কা বজ যে ছড়কা করিল প্রলয়-কাল । তড় বড় তড় বড় পড়িছে পাথর যেমন একেক তাল ॥ কল্পাতে কোঙরে গুরুদেব সোঙরে পড়িয়া ঘোর সঙ্কটে । এইবার রক্ষ ওহে বিরুপক্ষ দাস ফকীর রাম রটে ॥ রাজ-কন্যার বিপদ । ঘরে হৈতে বারিয়া আঁগিন নাই ঠাটে। মহলের বাহির কখন নাই হাটে ॥ ও ঘর হইতে যদি এ ঘরকে আসি । আঙ্গিনাতে পাছড়ি পাড়িআ (১) দেন দাসী ৷ সোণার খড়ম পাএ চলিয়া আসিতে। তপনের আতপে আড়ানী (২) ধরে মাথে ॥ সেই ক্রমে সৰ্ব্বাঙ্গে চুয়ায়্যা পড়ে ঘাম। চারি চেড়ী চামর চুলাএ অবিশ্রাম ॥ শিশিরেতে বার্যাইতে আড়ানী (৩) ধরে ছাতা। আজি শিলা-বৃষ্টিতে ভাঙ্গিল হেন মাথা ॥ পাথর বরিষে যেন ঘন গোলাগুলি । হেন বুঝি মাথার ভাঙ্গিয়া যায় খুলি ৷ ভণএ ফকীর রাম শুন রাজার বী। মরণ গোমতী-তীরে অপরম্বা কি ॥ (৪) (১) পাছড়ি = বস্ত্র। পাড়িয়া =পাতিয়া। পাছুড়ি পাড়িয়া=বস্ত্রের আস্তরণ বিস্তার করিয়া। (২) বৃহদাকৃতি ছত্র । (৩) ছত্রধর। (৪) “শয়নং যত্রতত্র ভোজনং হট্টমন্দিরে। মরণং গোমতী-তীরে অপরম্বা কিং ভবিষ্ণুতি ॥”