OHIV বঙ্গ-সাহিত্য-পরিচয় । বেয়লা মাগুরা বলবান বাঘেরা গিয়াছে রায়ের (১) কাছে। গাজির তলপে অলপে অলপে আইসে যে যে আছে ৷ পরিণাম ভাবনা কি হয় জপনা একেবারে দুই জনে টানে। হাতি-হাতি ঝকড়া (২) ভাঙ্গে নল খাগড় যেমত সকলে জানে ৷ আরতি পাইয়া হোগল-বুনিয়া (৩) আইল লেখা নাহি তার । কাগুয়া (৪) বাঘরোল আইল পালে পাল ঘুতুলে গামালে আর ॥ শিশিরা হিসির রণজয় তিমির (৫) তবে খান দৌত্য রাঙ্গা। অসি নিকুন্ত৷ বল বলবন্ত রুষিয়া বেগে টঙ্গ-ভাঙ্গা ॥ তাতাল্যা তুকুবদ মামুদ সুমুদ পাটুয়া লাটুয়া রায়। হুমুরী-গুমুর্য দড়বড় স্বমুর্য সমর শুনিয়া ধায় ॥ বাঘ বড় রাড চলে বেতরণড ঝাট গরজে ঘোর। দাবাড়া দড়বড় কাগুয়া দিল রড় বাটপাড়া বিষম চোর। দুইটা চক্ষু দিয়াট (৬) করিয়া ভ্ৰকুটি চলিল লুটিয়া খোড়া । যেন পড়ে উল্কা লাফে লাফে মলক লেজ যেন সুন্দরিয়া কোড়া (৭) ॥ (১) দক্ষিণরায়= ব্যান্ত্রের দেবতা। (২) হাতাহাতি যুদ্ধ। (৩) হোগল-বন-নিবাসী বাঘ । (৪) কাশবনে যাহারা থাকে। - (৫) এ সমস্তই বাঘের নাম। (৬) দেশলাই কাটি। (৭) সুন্দর-কাষ্ঠের যষ্টি ।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪১৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।