ఫిసెb t বঙ্গ-সাহিত্য-পরিচয় । ( २ ) প্রেমের যাজন শুন সৰ্ব্বজন অতি সে নিগুঢ় রস। যখন সাধন করিব তখন এড়ায় টানিবা শ্বাস ॥ (?) তাহা হইলে মন-বায়ু সে আপনি হইবে বশ । তা হইলে কখন না হইবে পতন জগৎ ঘোষিবে যশ ৷ বেদবিধি পার (১) এমন আচার যাজন করিবে যে । ব্রজের নিত্য ধন পায় সেই জন তাহার উপর কে ॥ ( সদা ) আনন্দ হৃদয়ে নয়নে দেখয়ে যুগল কিশোর রূপ। প্রেমের আচার নয়ন-গোচর জানয়ে রসের কূপ । চণ্ডিদাস কয় নিত্য বিলাসময় হৃদয় আনন্দে ভোরা । নয়নে নয়নে থাকে দুই জনে যেমন জীয়ন্তে মরা ॥ - ( 9 ) শুন শুন দিদি প্রেম সুধা-নিধি কেমন তাহার জল । কেমন তাহার গভীর গম্ভীর উপরে শেয়ালাদল ॥ কেমন ডুবারু ডুবেছে তাহাতে না জানি কি লাগি ডুবে। ডুবিয়া রতন চিনিতে নারিলাম পড়িয়া রহিলাম ভবে ॥ (১) সহজিয়াগণ বেদবিধি মান্ত না করিয়া তাহদের প্রেমতত্ত্ব । বেদবিধির উদ্ধে কল্পনা করিয়া থাকেন।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।