రిక8 কবি ও রাক্ষসী । রাক্ষসীর সমস্ত। --> উত্তর । প্রথম প্রহরে মুক্তি । • দ্বিতীয় প্রহরের সমস্ত । বঙ্গ-সাহিত্য-পরিচয় । দিবা-গতে কালিদাস গৃহ-মধ্যে গেল। রাক্ষসীর ঘরে কপাটে খিল দিল ॥ রাক্ষসী আসিয়া তবে কপাট ঠেলিছে। দেখে গৃহে খিল দিয়া নরজাতি আছে। কহে খিল ঘুচ তোরে ভক্ষণ করিব। কালিদাস বলে কেন খাবে তাহ বল। প্রাণী হিংসা করি তুই যাবি রসাতল ॥ রাক্ষসী কবিতা বলিতেছে ততক্ষণ । কহ কহ দেখি সব ইহার বিবরণ ॥ কালিদাস কহে তোমার কিবা শ্লোক কহ। কহিয়া বৃত্তান্ত কথা সকল শুনাহ ॥ পৃথিবীর মধ্যে কহ গুরুতর কে। গগন হইতে উচ্চতর বলি কাকে ॥ কহ তৃণ হইতে কেবা লঘুতর হয়। বাতাস হইতে কেবা শীঘ্রত চলয় ॥ মাএর বাড়া গুরুতরা পৃথিবীতে নাই। গগন হইতে উচ্চ কহিব পিতায় ॥ তৃণ হইতে লঘুতর হয় ভিক্ষুক জন। বাতাস হইতে শীঘ্ৰ চলয়ে যে মন ॥ রাক্ষসী কহিল তুমি যথার্থ পণ্ডিত। ' এ সকল প্রকরণ হইল উচিত ॥ জবাব পাইয়া আস্ত প্রহরে ফিরে গেল। দ্বিতীয় প্রহরে আসি কহিতে লাগিল ॥ কহ দেখি কিসে ধৰ্ম্ম উৎপন্ন হয়। কিসে ধৰ্ম্ম প্রবর্ত হয় কহ মহাশয় ॥ ধৰ্ম্ম স্থাপিত শরীরে হয় কি বিষয়ে । কহ দেখি কি বিষয়ে ধৰ্ম্ম-বিনাশ হএ ॥ সত্য-ব্যবহারে ধৰ্ম্ম উৎপন্ন হয় । দয়াবান হইলে তাহে ধৰ্ম্ম প্ৰবৰ্ত্তয় ॥ " ক্ষমাযুক্ত লোকের হয় ধৰ্ম্ম-সংস্থাপন। লোভ-মোহ-যুক্ত ধৰ্ম্ম-বিনাশ ততক্ষণ
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪২৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।