বিবিধ—বিক্রমাদিত্য-কালিদাস-প্রসঙ্গ—১৭শ শতাব্দীর শেষভাগ । ১৩৭৭ বনে আসি সরস্বতী কহেন কারণ। বররুচির চাতুরী। বররুচি বটে থাকি শুনে ততক্ষণ ৷ কহিলেন কর্ণ-মধ্যে তৃণ চালাইবে। বাহির হইলে সেই নারীর মাথা হবে। শুনি বররুচি তবে অগ্ৰেতে আইল । রাক্ষসীরে বেছে (১) দিয়া বিদায় করিল। তস্ত পর কালিদাস উপনীত সভায় । শুনিলেন বররুচি করেছে বিদায় ॥ বুদ্ধির গুণেতে সব বুঝিতে পারিল। সভার মধ্যেতে সব কহিতে লাগিল ॥ দিবা নিরীক্ষণ করে রাত্রি নাহি কবে । রাত্রে পরামর্শ করিলে কভু নাহি ছাপে। (২) আমি ইহা শুনিলাম সরস্বতীর স্থানে। বটে বররুচি থাকি শুনিলা স্মরণে ॥ শুনি কালিদাস-মুখে বাখানে রাজন। তোমা হইতে হইল এই রাজ্য-সংস্থাপন ॥ নব রত্ন লইয়া রাজা রাজ্য-ভোগ করে। দশ জন পণ্ডিতের সভা জিনিতে দশ পণ্ডিত আইসে সত্বরে ৷ আগমন। সৰ্ব্বত্র জিনিয়া তারা আইসে তুরিত। গ্রামের প্রান্তভাগে আসি হইল উপনীত ৷ সরোবরে স্নান তারা করে সর্বজন । কালিদাস মনে ভাবি সেই স্থানে গমন ॥ রমণীর বেশ ধরে কলসী কাখে লয়ে । কালিদাসের স্ত্রী-বেশ । অন্য ঘাট-মধ্যে তবে উপনীত গিয়ে ৷ ব্রাহ্মণ-সকলে যে ঘাটে স্নান করিতেছে। সেই ঘাটে জম্বু-বৃক্ষে ফল পাকিয়াছে। তাহা দেখি তিন চরণ শ্লোক করিল। শেষ চরণ পূরিবারে কেহ না পারিল। (১) বেছে= বাছিয়া। অর্থাৎ কোন মস্তক কাহার তাহ নিৰ্ব্বাচন করিয়া । (২) “দিবা নিরীক্ষ্য বক্তব্যং রাত্রেী নৈব চ নৈব চ। আছে রাত্ৰেস্তু মাহাত্মাৎ বটে বররুচির্যথা।” ১ ৭৩
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪২৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।