দামোদরের বন্ত । “ছাওয়াল গাএন” অর্থাৎ কোন তরুণবয়স্ক ধৰ্ম্মোপাসক-কর্তৃক ১৬৭৩ সালে বিরচিত। কবির নাম পাওয়া যায় নাই। পুথিখানি ১২ পাত অর্থাৎ ২৪ পৃষ্ঠায় সম্পূর্ণ। নিয়ে তিন পৃষ্ঠা উদ্ধৃত হইল । অবধান কর ভাই শুন সৰ্ব্বজন। মন দিয়া শুন সভে করিএ বিবরণ ॥ সন হাজার বায়াত্তর (১০৭২) সালে প্রথম আশ্বিনে । দামোদরে আইল বান শুন সৰ্ব্বজনে ॥ আড়া চারি জল হইল পৰ্ব্বত-উপর। মনুষ্য ভুবাতে মন কৈল দামোদর। পৰ্ব্বত হইতে জল পড়ে মহাতেজে । হুড় হুড় ছড় ছড় জলের শব্দ বাজে ৷ যোজন যুড়িয়া জল হইল পরিসর। উপাড়িয়া ফেলিল কত গাছ পাথর ॥ তৃণ আদি কাষ্ঠ খড় হইল একার্ণব। পৰ্ব্বত-প্রমাণ হয়্যা পড়ে ঢেউ সব ॥ ভাসিল মরাল কত পৰ্ব্বতীয়া বোড়া (১)। আনন্দে চাপিল বেঙ বোড়ার পৃষ্ঠে যুড়া। চাপিয়া ভূজঙ্গ-পৃষ্ঠে মনে মনে হাসে। সমুদ্র ভেটিব আজি মনের হরিষে। অজগর বলে ভাই কর অবধান। কোন কালে নাহি হয় এত অপমান ৷ এক কালে শ্ৰীকৃষ্ণে দংশিয়াছিল কালি (২) । সেই অপরাধেরে বেঙের ঘোড়া হলি ৷ পক্ষ আদি জলে ভাসে ইকুড়া ইন্দুর। নকুল সজারু ভাসে শৃগাল কুকুর। শজারু কুম্ভীর ভাসে পিপিড় অপার। শাৰ্দ্দল মহিষ গণ্ড জুড়িল সাতার। (১) বৃহৎ সর্প। (২) কালিয় নাগ ।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৩২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।