বিবিধ—সারদা-মঙ্গল—১৭শ শতাব্দী। &br(k কতু কৰ্ভু বেন্ধ্যা রাখে বুকে বস্তে রয়। (১) * * * * উচিত করয়ে শাস্তি ষে দিনে যে হয় ॥ পূৰ্ব্বেতে (২) পড়িয়া পাঠ না দিল দক্ষিণ । অতেব করিল মাতা এত বিড়ম্বন ॥ দ্বাদশ বৎসর তার গেল এই রূপে। ভারতীর নিগ্ৰহ। গুরু বলে কি বোল বলিবো আমি ভূপে ॥ দ্বাদশ বৎসর পড়াইল দ্বিজমণি ৷ তভূ না করিল দয়া কোকিল-বাহিনী (৩) ৷ কেহ বলে কিছু নয় কপালের কথা । রাজা বলে মশানে কাটিয়া আন মাথা ॥ মূখ পুত্রে আর মোর নাহি প্রয়োজন। প্রাণদণ্ডের আদেশ । কোতোয়াল মশানে লৈয়া করিল গমন ॥ পূৰ্ব্ব-মুখে কুঙরে কাটে নিশা-পতি। সেবকের মরণ জানেন সরস্বতী ॥ । এই গীত ষেবা শুনে সারদাকে পূজে । সেই লোক মুখে বৈসে পণ্ডিত-সমাজে ॥ অপুত্রের পুত্র ঘটে নির্ধনের ধন। অবিদ্যার বিদ্যা ঘটে শুনে যেই জন ॥ দয়ারাম দাসকে ক্ষম দেবী সরস্বতী । দুঃখ দূর কর মাগো কুজ্ঞান কুমতি ॥ কোতোয়াল বলে শুন রাজার কুঙর। মরণ সাধাছ তুমি মশান-ভিতর ॥ রাজা বলে মশানে কাটিয়া আন মাথা । কোন কার্য্যে পূজিলাম জগতের মাত ॥ অতেব বঞ্চিত তোরে বিষ্ণুর ঘরণী । কোতোয়ালের কণে মাত কহিলেন আপনি ॥ (১) শিশুর বক্ষে চাপিয়া বসা গুরুমহাশয়দের দণ্ড-বিধির এক ধারা ছিল । (২) পূৰ্ব্ব-জন্মে। (৩) এই কাব্যে সরস্বতীকে অনেক স্থলেই “কোকিল-বাহিনী” ংজ্ঞায় আখ্যাত করা হইয়াছে । ➢ ግ8
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৩৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।