এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১০০০
বঙ্গ-সাহিত্য-পরিচয়।
বিধুর সহিত কুমুদ-পীরিতি
বসতি অনেক দূরে।
সুজনে সুজনে পীরিতি হইলে
এমতি পরাণ ঝুরে॥
সুজনে সুজনে পীরিতি হইলে
সদাই দুঃখের ঘর।
আপন সুখেতে যে করে পীরিতি
তাহারে বাসিব পর॥
সুজনে সুজনে অনন্ত পীরিতি
শুনিতে বাড়ে যে আশ।
তাহার চরণে নিছনি লইয়া
কহে দ্বিজ চণ্ডিদাস॥
(৫)
সুজনের সনে আনের[১] পীরিতি
কহিতে পরাণ ফাটে।
জিহ্বার সহিত দন্তের পীরিতি
সময় পাইলে কাটে॥
(সখি) কেমন পীরিতি লেহা।
আনের সহিত করিয়া পীরিতি
গরলে ভরিল দেহা॥
বিষম চাতুরী বিষের গাগরী
সদাই সে পরাধীন।
আত্ম-সমর্পণ জীবন যৌবন
তথাচ ভাবয়ে ভিন॥
সকাম লাগিয়া ফেরয়ে ঘুরিয়া
পর-তত্ত্বে নাহি চায়।
করিয়া চাতুরী মধু পান করি
শেষে উড়িয়া যায়॥
(সখি) না কর সে প্রেম-আশ।
ঝটিয়া[২] পীরিতি কেবল কুরীতি
কহে দ্বিজ চণ্ডিদাস॥