এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পদাবলী—চণ্ডিদাস—১৪শ শতাব্দী।
১০০১
(৬)
শুন গো সজনি আমারি বাত।
পীরিতি করবি সুজন-সাথ॥
সুজন-পীরিতি পাষাণ-রেখ্।
পরিণামে কভু না হবে বেক॥[১]
ঘষিতে ঘষিতে চন্দন-সার।
দ্বিগুণ সৌরভ উঠয়ে তার॥
চণ্ডিদাস কহে পীরিতি-রীতি।
বুঝিয়া সজনি করহ প্রতি॥
(৭)
নিজ-দেহ দিয়া ভজিতে পারে।
সহজ-পীরিতি বলিব তারে॥
সহজে রসিক করয়ে প্রীত।
রাগের ভজন এমন রীত॥
এখানে সেখানে এক হইলে।
সহজ-পীরিতি না ছাড়ে মোলে॥
সহজ বুঝিয়ে যে হয় রত।
তাহার মহিমা কহিব কত॥
পীরিতি করিয়ে ভাঙ্গয়ে যে।
সাধনা অঙ্গ না পায় সে॥
চণ্ডিদাস কহে সহজ-রীত।
বুঝিয়ে নাগরী করহ প্রীত॥
১২৬