বিবিধ—সারদা-মঙ্গল—১৭শ শতাব্দী । তথা করি বনবাস আইল তোমার পাশ তুমি সাধু গুণের সাগর। উত্তর আওবাস থান আজি মোরে দেহ দান দিন দশ থাকিব সদাগর। যে আজ্ঞা বলিয়া সাধু আন গিয়া পুত্রবধু এ বলিয়া করিল উত্তর । আজি মোর প্রসন্ন রাজা ব্রাহ্মণে করেন পূজা প্রধান পুরুষ পরস্পর ॥ আশীৰ্ব্বাদ করি তথা পুত্র-বধু আনে মাতা শুভ ক্ষণে সারদা জননী । তরণীর ধন যত বল দশ গড়ে কত বহিছেন বিষ্ণুর ঘরণী ৷ সাধুর সুবর্ণপুরী সুখে পঞ্চ বিদ্যাধরী শশিমুখী রাজার কুমারী। সারদা মায়ের সঙ্গে হাসিতে খেলিতে রঙ্গে রহিলেন মাস তিন চারি। কাশীষোড়া মহাস্থান মহারাজা পুণ্যবান ধন্ত সে ধাৰ্ম্মিক যশোধাম । ইহ তার প্রতিষ্টিত দয়ারাম রচে গীত সারদা-চরিত্র-উপাখ্যান ৷ এই রূপে আছে ধনী সাধুর মন্দিরে। সুবাহু রাজার কথা শুন তার পরে। যত দিন গেলেন কুঙর বনবাস। সেই হৈতে অন্ন জল সকলি নৈরাশ ৷ মল্লকে মনুষ্য নাই অরণ্য সকল । অন্ন বিনে অস্থিসার নয়ন দুৰ্ব্বল ৷ মাল মাত্ত উড়াইল মৈল হাতী ঘোড়া। শ্ৰীবৎস রাজার রূপ পালাল্য মৎস্ত পোড়া ৷ রাজার প্রধান ঘোড়া নামে পক্ষরাজ । মুহূৰ্ত্তেকে জিনিতে পারে দেবের সমাজ ॥ ১৭৬ >8 e > সাধুর গৃহে তিন চারি মাস । “ধূলাকুট্যা"র পক্ষরাজ অশ্ব-ক্রয়।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৫৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।