বিবিধ–গোসানী-মঙ্গল—১৬৯৮ খৃঃ । S8 of: পূজা-অবসানে গৃহে উপশন। লোকজন সবে গেল আপনা-ভূবন । বনমালা ঘরে রাজা আনন্দে বিহবলে। ভূণে কবি রাধাকৃষ্ণ গোসানী-মঙ্গলে। প্রভাতে উঠিয়া রাজা স্নান দান কৈল । অতিথ ব্রাহ্মণ তুষি ভোজন করিল। পাত্রমিত্র সঙ্গে রাজা দক্ষিণে গমন । ঘোড়াঘাট রঙ্গপুরে যায় হইল উপশন ॥ পূৰ্ব্বে বিরাট-রাজা ঘোড়াঘাটে ছিল। অশ্ব-গোপাল যাতে পাণ্ডবে করিল। সে রাজ্য দখল করিল পূৰ্ব্বদিগে ধায়। পাঙ্গা নামে সেই গ্রামে উত্তরিল তায় ॥ 導 囊 鶯 豪 রাজশূন্ত পাঙ্গাবাসীর সে রাজা হইল। ভল্লুকের ছা । ভালুকের ছাও রাজ জঙ্গলে দেখিল ৷ রাজা কহে এই বন সবে ঘিরি যাহ। এক গোটা ধরি দেও ভাল্লকের ছাও। 事 豪 鷲 彎 চারিদিগে পোড়ে বন মধ্যে নাহি পোড়ে। দেখিয়া বিস্ময় হইল রাজা কান্তেশ্বরে ৷ অগ্নি নিবাইল জলে বন বিচারিল। সুবৰ্ণ-বরণ এক শিবলিঙ্গ পাইল । শিবলিঙ্গ অবিস্কার । ব্যাঘ্র ভল্লুক মৃগ না পাইল বনে। স্তব কৈল রাজা তবে বেলী-অবসানে। গ্রামের মধ্যে আছে এক ছিরাম পোদ্দার । সেই সে আনিঞা দিল খাবার সম্ভার। ভোজন করিয়া রাজা শুইয়া নিদ্রা যায়। শিয়রে বসিয়া শিব স্বপ্ন করায় ॥ শুন কান্তেশ্বর রাজা আমার বচন । এহি বনে থাকি আমি কোটেশ্বর নাম ॥ ভগদত্ত-স্থাপিত আমি কহিল তোমায়। যশ পাইবা রাজা পূজহ আমায়। 尊 豪 事 o
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৫৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।