>8o○ বঙ্গ-সাহিত্য-পরিচয় । বেলী-অবসানে রাজা পরবাস-বনে। সিদ্ধেশ্বরী ঠাকুরাণী কহিল স্বপনে। শুন রাজা কান্তেশ্বর আমার বচন । ভগদত্ত-স্থাপিত বনে আছি দুই জন ॥ সিদ্ধেশ্বরী বাণেশ্বরী এই দুই নাম। কান্তেশ্বরী কোটেশ্বর নাম অনুপাম ॥ একই শরীর রাজা জানিবা নিশ্চয়। করহ আমার পূজা পাইবা অভয় ॥ স্বপন করি সিদ্ধেশ্বরী হইল অন্তর্ধান । প্রভাতে জাগিল রাজা যত লোক জন ॥ বন বিচারিয়া পায় দেব বাণেশ্বর। সিদ্ধেশ্বরী ঠাকুরাণীর দুইটি কুমার ॥ সিদ্ধে বিধ্য দুই নাম বাণেশ্বর-স্থত। দেখি কান্তেশ্বর রাজা মানে অদভুত ॥ ছিরাম পোদ্দার আনি মঠ বান্ধাইল। দুই মঠ বান্ধিল তাতে পূজা আরম্ভিল । 攣 来源 肇 来 এই মতে বাণেশ্বর সিদ্ধেশ্বরী হইল । প্রণাম করিয়া রাজা সসৈন্তে চলিল ॥ 来 粥 攣 亲 রাজ-আজ্ঞা পায় বন তুরিত ঘিরিল। পলাইল গভীগণ দেখা না পাইল ॥ চমৎকার হইল রাজা গাভী না পাইয়া। তবে ত রহিল তথা ছাউনি করিয়া ॥ স্বপনে কহিল রাজা শুন কান্তেশ্বর। ধৰ্ম্মপাল নামে এক বসাও নগর ॥ আমি ধৰ্ম্মদেব রাজা আছি এই বনে। সৰ্ব্বদাই থাকি আমি গাভীর বাথানে। 賽 豪 臺 亲 বৃষ না পাইয়া রাজা পাইলেন ত্ৰাস । বেলী-অবসানে তথা হইল প্রবাস ॥ স্বপন করিল রাজাক কর অবধান । ভগদত্ত পুজে মোকে জল্লেশ্বর নাম ॥
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৫৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।