পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ-সাহিত্য-পরিচয় । আলোর ভিতরে কালাটি আছে চৌঙকি (১) রয়েছে সেথা। ও দেশের কথা এ দেশে কহিলে লাগিবে মরমে ব্যথা ॥ (তোরা) পরপতি (২) সনে শয়নে স্বপনে সদাই করিবি লেহা। (তোরা) সিনান করিবি নীর না ছুইবি ভাবিনী ভাবের দেহা (৩) ৷ কহে চণ্ডিদাসে এমতি হইলে তবেত পীরিতি সাজে। (তোরা) না হইবি সতী না হবি অসতী (৪) থাকিবি রমণী-মাঝে ॥ রামমণির পদাবলী। রামী ধোপানী চণ্ডিদাসের প্রেম-পাত্রী। র্তাহার স্বরচিত এই কয়েকটি পদ পাওয়া গিয়াছে। যখন আমরা রামীর ভণিতা পাইয়াছি, তখন পদগুলি তাহারই রচিত বলিয়া সিদ্ধান্ত করা উচিত। কিন্তু চণ্ডিদাসের সঙ্গে রামমণির প্রণয়-ব্যাপার বৈষ্ণব-সমাজে এতই বিঘোষিত হইয়াছিল যে, রামমণির ভণিত দিয়া পরবর্তী কোন সহজিয়-বৈষ্ণবও পদগুলি লিখিয়া রাখিতে পারেন। ( , ) কি কহিব বঁধু হে বলিতে না যুয়ায় (৫)। কাদিয়া কহিতে পোড়া মুখে হাসি পায় ॥ (১) চেঙকি = পাহারা। (২) পরপতি=শ্রেষ্ঠপতি=ভগবান। (৩) চিন্ময় দেহ। (৪) সতীত্বের দর্প এবং অসতীর কলঙ্ক উভয়ই পরিহার করিবি। (৫) যোগ্য হয়।