বিবিধ–চন্দ্রকান্ত–১৮শ শতাব্দীর মধ্যভাগ । ১8 e৯ হইয়া রমণী-বেশে রাজপুরীতে বাস করেন। তাহার স্ত্রী পুরুষের ছদ্মবেশে যাইয় তাহাকে উদ্ধার করিয়া লইয়া আসেন। এই কাব্যের ভাষা সহজ ও সুন্দর ; রূপ-বর্ণনা প্রভৃতি বিষয়ে গৌরীকান্ত ভারতচন্দ্রকে নকল করিয়াছেন। তাহার রাশি-অনুযায়ী নাম গৌরীকান্ত ; চলিত নাম কালিকাপ্রসাদ দাস। ইনি প্রায় ১৫০ বৎসর পূৰ্ব্বে জীবিত ছিলেন। ইহার গদ্য রচনার নমুনা বঙ্গভাষা ও সাহিত্যের ৬৬২-৬৬৩ পৃষ্ঠায় দ্রষ্টব্য। হরিহরের স্তোত্র । মহাপ্রভু হরিহর মুক্ত প্রেমানন্দ । বন্দ সেই পাদপদ্ম-সুধা-মকরন ॥ নীল-শ্বেত-পদ্ম যেন রক্ত-অরবিন্দ। মধু-লোভে ধায় অলি পরম আনন্দ ॥ পদ-দ্বয়ে শোভ করে শরতের শশী । যোগীন্দ্র ফণীন্দ্র ধেয়ায় দিবা নিশি ॥ পরিধান পীতাম্বর অৰ্দ্ধ বাঘাম্বর। বেশ ভূষা অৰ্দ্ধ অঙ্গে অৰ্দ্ধে ফণীধর ॥ শঙ্খ চক্ৰ ডম্বৱাদি চতুৰ্ভুজ-ধারী। দীনবন্ধু জগন্নাথ ত্রিপুরান্তকারী ॥ বনমালা-কৌস্তুভদি-মণি-বিরাজিত । অস্থিমালা শোভে তাহে রুদ্রাক্ষ-সহিত ॥ নীলকান্ত অয়স্কান্ত যুক্ত এক অঙ্গে। রসকল্প জ্বালা (?) যেন প্রেমের তরঙ্গে ॥ ললাটে চন্দ্রম সহ কস্তৱি-উদয়। নয়ন আনন্দে সুধা-প্রেমের আলয় ॥ কোটি ইন্দীবর মাঝে শ্ৰীমুখ বাখানি। তুলনা দিবার নয় উপমা কি জানি ॥ কিরীট কুণ্ডল অৰ্দ্ধ চিকুর মুকুট। ত্ৰিলোচন অৰ্দ্ধ চন্দ্ৰ অৰ্দ্ধ জটাজুট। মনোহর মধুর মূৰ্ত্তি পুলকে পূর্ণিত। বাঞ্ছাকল্পতরু ব্ৰহ্ম জগতে বিদিত ॥ > * *
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৬১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।