>858 রাজা রায় । দেবীসিংহ । বঙ্গ-সাহিত্য-পরিচয় । শেষেতে কারসাজি (১) করে সাজি নারী-বেশ। , সেই হতে পুড়ি গেল এই পুণ্য-দেশ। পরে নরনারায়ণ হৈল পুনঃ রাজা। ভোট ব্ৰহ্মা আদি তার পুনঃ হইল প্রজা ৷ সেই শিব-বংশে জন্ম রাজা পরীক্ষিত । রঙ্গপুরের পূৰ্ব্বভাগে যার ছিল স্থিত। যে চাতুরী অন্তরে নিয়াছে ভারত। সেই চাতুরীতে তারে কৈল হস্তগত । সেই হৈতে দিল্লির বাদসহ হৈল রাজা । প্রজাগুলা পূর্বের মত নাহি থাকে তাজা । নিজের ভগিনী দিয়া বাদসাহের কাছে। মানসিংহ পাইল মান এইরূপ ছাচে ॥ রঙ্গপুরে ফতেপুর প্রকাণ্ড চাকেলা । রাজারায় রাজা তায় আছিল একেলা ॥ ধৰ্ম্মমতি রাজা রায় কত কৈল দান। ব্রহ্মোত্তর-ভূমি কত ব্রাহ্মণেতে পান ॥ ব্রহ্মোত্তর দেবোত্তর আর বৈদ্যোত্তর আদি । কত দান করিয়াছে নাহি যে অবধি । মন্থনা বামণডাঙ্গা প্রভৃতি পরগণা। ফতেপুরের অন্তর্গত সব যায় গণ৷ অনুগত ব্ৰাহ্মণ জানিয়া কৈল দান। ফতেপুরের এত বড় এই জন্তে মান ॥ কোম্পানীর আমলেতে রাজা দেবীসিং। সে সময়েতে মুলুকেতে হৈল বার ঢিং ॥ যেমন যে দেবতার মুরতি গঠন। তেমনি হইল তার ভূষণ বাহন ৷ রাজার পাপেতে হৈল মুলুকে আকাল (২) । শিওরে রাখিয়া টাকা গৃহী মারা গেল। (১) কারসাজি =কৌশল। (২) দুর্ভিক্ষ। o
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৬৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।