বিবিধ—দেবীসিংহের উৎপীড়ন—১৮শ শতাব্দী। >8>Q কত যে খাজান পাইবে তার লেখা নাই। যত পারে তত নেয় আরো বলে চাই ॥ দেও দেও যাই যাই এই মাত্র বোল। মাইরের চোটেতে উঠে ক্ৰন্দনের রোল ॥ মানীর সম্মান নাই মানী জমিদার । ছোট বড় নাই সবে করে হাহাকার। সোয়ারিত চড়িয়া যায় পাইকে মারে জুতা। (১) - * দেবীসিংহের কাছে আজ সবে হলো ভোতা ॥ পারে না ঘাটায় (২) চলতে ঝিউর বউরী। দেবীসিংহের লোকে নেয় তাকে জোড় করি। পূর্ণ কলি-অবতার দেবীসিংহ রাজা। দেবীসিংএর উপদ্রবে প্রজা ভাজা ভাজা ৷ রাজা রায়ের পুত্র হয় শিবচন্দ্র রায় । শিবের সমান বলি সৰ্ব্বলোকে গায় ॥ ইটাকুমারীতে তার আছে রাজবাটী। দেখিতে প্রকাণ্ড বড় অতি পরিপাটী ৷ কত ঘর কত দুয়ার কত যে আঙ্গিন । তার সনে কোন বাড়ীর তুলনা লাগে না । শিবচন্ত্ৰ । বড় ঘর চণ্ডী-মণ্ডপ টুই অতি উচা । দুই চালে ঘরখানি কোণাগুলা নীচা ৷ পশ্চিম-দুয়ারী মণ্ডপ আর কোন খানে নাই । এ ঘর হোতে যে ঘর হইচে সেটেও দেখবার পাই ॥ কত পাইক পেয়াদা আছে কত দারোয়ান । কত যে অণমলা আছে কত দেওয়ান ৷ মন্ত্রণার কত্রী জয়দুর্গা চৌধুরাণী। বড় বুদ্ধি বড় তেজ সকলে বাখানি ॥ শিবচন্দ্রের কার্য-কৰ্ম্ম তার বুদ্ধি নিয়া। তার বুদ্ধির প্রতিষ্ঠা (৩) করে সক্কল দুনিয়া ॥ (১) যদি কেহ কোন যানে চাপিয়া যাইতেন, তবে পাইকগণ তাহাকে জুতা দ্বারা প্রহার করিত। (২) নদীর ঘাটে। (৩) প্রতিষ্ঠা = মুখ্যাতি ।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৬৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।