〉8〉○ শিবচন্দ্র বন্দী। কারাগার হইতে উদ্ধার । প্ৰজাগণের সভা । শিবচন্দ্রের রাজ্যের কষ্ট-বর্ণন । বঙ্গ-সাহিত্য-পরিচয় । আকালে জুনিয়া গেল দেবী চায় টাকা । মারি ধরি লুট করে বদমাইস পাক ॥ শিবচন্দ্রের হৃদে এই সব দুগ্ধ বাজে। জয়তুর্গায় আজ্ঞায় শিবচন্দ্র সাজে। দেবীসিংহের দরবারে শিবচন্দ্র গেল । প্রজার তুস্থের কথা কহিতে লাগিল । রজপুত কালাভূত দেবীসিং হয়। চেহারায় মৈষাসুর হুইল পরাজয় ॥ শুনি চক্ষু কট্মট্ লাল হৈল রাগে। কোন হায় কোন হায় বলি দেবী হাকে ৷ শিবচন্দ্রক কয়েদ করে দিয়া পায়ে বেড়ি । শিবচন্দ্র রাজা থাকে কয়েদখানাত পড়ি ৷ দেওয়ান শুনিয়া তবে অনেক টাকা দিয়া । ইটাকুমারীত আনে শিবে উদ্ধারিয়া ৷ বৈদ্য-বংশ-চন্দ্র শিবচন্দ্র মহাশয়। দেবীসিংহের অত্যাচার আর নাহি সয় ॥ রঙ্গপুরে আছিল যতেক জমিদার। সবাকে লিখিল পত্র সেঠটে (১) আসিবার। নিজ এলাকার আর ভিন্ন এলাকার। সক্কল প্ৰজাক ডাকে রোকা দিয়া তার (২) ॥ হাতী ঘোড়া বরকন্দাজে ইটাকুমারী ভরে। সব জমিদার আইসে শিবচন্দ্রের ঘরে । পীরগাছায় কত্রী আইল জয়দুর্গ দেবী। রূপমোহনেতে বৈসে একে একে সবি ॥ রাইয়ৎ প্রজারা সবে থাকে খাড়া হৈয়া । হাত যুড়ি চক্ষু-জলে বক্ষ ভাসাইয়া ॥ পেটে নাই অন্ন তাদের পৈরণে নাই বাস । চামে ঢাকা হাড় কয় খান করি উপবাস ॥ শিবচন্দ্র খাড়া হইয়া কয় হাতযোড়ে । রাগেতে কহিতে কথা চক্ষে জল পড়ে। (১) সেঠটে=সেই স্থানে । (২) রোক বা রোক্কা=চিঠি । রোক দিয়া তার =তাহার চিঠি দিয়া ।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৬৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।