Ꮌ 8Ꮌbr প্রজাদের অভিযান । রাজ্য-অক্রিমণ । দেবীসিংহের পলায়ন । বঙ্গ-সাহিত্য-পরিচয় । রঙ্গপুরে যাও সবে হাজার হাজার। দেবীসিংহের বাড়ী লুট বাড়ী ভাঙ্গ তার ॥ পারিষদবর্গ-সহ তারে ধরি আন। আপন-হস্তেতে তার কাটিয়া দিমে কাণ ৷ শিবচন্দ্রের হুকুমেতে সব প্রজা ক্ষ্যাপে। হাজার হাজার প্রজা ধায় এক ক্ষ্যাপে (১) ॥ লাঠি নিল খন্তি নিল নিল কাচি (২) দাও। আপত্য করিতে আর না থাকিল কাও ৷ ঘাড়েতে বাকুয়া (৩) নিল হালের যোয়াল। জাঙ্গল বলিয়া (৪) সব চলিল কাঙ্গাল ৷ চারি ভিতি হতে আইল রঙ্গপুরের প্রজা। ভদ্রগুলা আইল কেবল দেখিবার মজা ৷ ইটা দিয়া পাইট্ৰক দিয়া পাটকেলায় খুব। চারি ভিতি হাতে পড়ে করিয়া ঝুপকূপ ৷ ইটায় ঢেলের চোটে ভাঙ্গিল কারে হাড়। দেবীসিংএর বাড়ী হৈল ইটার পাহাড় ৷ খিড়িকির দুয়ার দিয়া পালাইল দেবীসিং। সাথে সাথে পালেয়ে গেল সেই বার ঢিং ॥ দেবীসিং পলাইল দিয়া গা ও ঢাকা । কেউ বলে মুর্শিদাবাদ কেউ বলে ঢাকা । একক্ষ্যাপে = একবারে । (২) কাইস্তে । (৩) দ্রব্যাদি লইবার বাক । (৪) বলিয়া=দিয়া। জাঙ্গলের উপর দিয়া ।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৭০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।