বৈদ্য-গ্রন্থ। অষ্টাদশ শতাব্দী। অথ ফুলা-মহাকুষ্ঠের লক্ষণ ও চিকিৎসা । গাও ফুলএ যার অঙ্গুলি খসি পড়ে। নাক ফুলিয়া চেভ (১) হয় কথ কালে ৷ এ সব লক্ষণ যার হএ বিপরীত। ঔষধ নাহিক তার জানিও নিশ্চিৎ ৷ চিকিৎসা করিব তাহা যে জন পণ্ডিত। দৈব-যোগে তার ব্যাধি হইব খণ্ডিত ॥ চিকিৎসা | কৃষ্ণবর্ণ সৰ্প মারি যতনে রাখিব । লেজ মুণ্ড কাটি তারে রৌদ্রেতে শুখাইব ॥ বাবরির বীজ সমে গুণ্ডি (২) করিব। চারি মাষা প্রমাণে গুণ্ডি তখনে খাইব ॥ অন্যান্য প্রকার । কটু তৈল চারি সের আনিব তখনে। সৰ্প মাংস এক সের আনিব যতনে ॥ . চিতামুল দুই সের গন্ধক কুড়ি তোলা । একত্র করিয়া পেষিবেক ভাল ॥ সিদ্ধ করিয়া তৈল লইব যতনে। এক মগুন তৈল লাগাইব তখনে ॥ - কুম্ভার পোআনি মত করিবেক গাত। ভরির কুম্ভারিয়া নোয়া কেরণের পাত ॥ উপরে লাগাইব চুমা লেপিব সকল। * * লাগাইব চুমা বসিব সত্বর ॥ অগ্নি জালিআ তারে করিবেক সেবা । আচ্ছাদন করি অঙ্গে লইরেক ধূমা। ক্লেদ সব বাহির হইব * * কারণ। এই মত সপ্ত দিন শুন মহাজন ॥ (১) চেভা=চেপ্টা । (২) গুণ্ডি=গুড়া, চূর্ণ।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৭৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।